Latest News

6/recent/ticker-posts

Ad Code

India Post GDS Recruitment 2026: ভারতীয় ডাক বিভাগে প্রায় ৩০ হাজার কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশেই সুযোগ, জানুন বিস্তারিত

India Post GDS Recruitment 2026: ভারতীয় ডাক বিভাগে নিয়োগ, মাধ্যমিক পাশেই সুযোগ, জানুন বিস্তারিত

India Post Recruitment 2026, GDS Recruitment 2026, India Post GDS Vacancy 2026, Gramin Dak Sevak, BPM Salary, ABPM Recruitment, West Bengal GDS Vacancy, 10th Pass Govt Job, India Post Apply Online, ভারতীয় ডাক বিভাগ নিয়োগ, গ্রামীণ ডাক সেবক, সরকারি চাকরি ২০২৬

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ (India Post)। দেশজুড়ে গ্রামীণ ডাক সেবক (GDS) সহ একাধিক পদে প্রায় ৩০ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় এই বিপুল সংখ্যক নিয়োগের খবরে আশার আলো দেখছেন বেকার যুবক-যুবতীরা। বিশেষ করে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুযোগ।

শূন্যপদ ও পদমর্যাদা: ভারতীয় ডাক বিভাগ সূত্রে খবর, চলতি বছরের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশের ২৩টি পোস্টাল সার্কেলে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২৮,৭৪০টি। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই (West Bengal Circle) শূন্যপদ রয়েছে ২,৯৮২টি। মূলত তিনটি পদে এই নিয়োগ করা হবে: ১. ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) ২. অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) ৩. গ্রামীণ ডাক সেবক (GDS)

বেতন কাঠামো: পদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ভিন্ন হবে:

  • বিপিএম (BPM): মাসিক ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা।
  • এবিপিএম (ABPM) ও জিডিএস (GDS): মাসিক ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের আবশ্যিকভাবে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ST/OBC) বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি: এই নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা (Merit List) তৈরি করা হবে এবং তার মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি ও ফি: আগ্রহী প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • আবেদন ফি: সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণী ও মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • আবেদন শুরু: ৩১ জানুয়ারি, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • মেধাতালিকা প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

খুব কম সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের শেষ দিনের অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code