Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR ও NRC বাতিলের দাবিতে ২৭ জানুয়ারি ১২ ঘণ্টার বনধের ডাক, সামিল একাধিক সংগঠন

SIR ও NRC বাতিলের দাবিতে ২৭ জানুয়ারি ১২ ঘণ্টার বনধের ডাক, সামিল একাধিক সংগঠন

SIR Hearing, NRC Protest, West Bengal Bandh, 27 January Strike, Bangla News, Citizen Rights, Murshidabad News, NRC বিরোধী আন্দোলন, বাংলা বনধ, সংবাদ একলব্য

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষার দাবিতে এবং তথাকথিত SIR (Special Intensive Revision)-এর নামে হয়রানির প্রতিবাদে আগামী ২৭শে জানুয়ারি, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলাজুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিল একাধিক স্থানীয় গণসংগঠন। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হবে।

সংগঠকদের অভিযোগ, নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের, বিশেষ করে জেলার গ্রামীণ এলাকার মানুষের মধ্যে নাগরিকত্ব নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তাঁদের দাবি, এটি আসলে এনআরসি (NRC)-র প্রাথমিক ধাপ, যার মাধ্যমে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে।

এই প্রক্রিয়ার বিরোধিতা করে এবং অবিলম্বে SIR হিয়ারিং বন্ধ ও NRC বাতিলের দাবিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে। বনধ সফল করতে জেলার সমস্ত গণতান্ত্রিক সংগঠন ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

বনধের আহ্বানে সামিল হয়েছে জেলার একাধিক সংগঠন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো— SIR–NRC বিরোধী সংগ্রাম, জন বিকাশ মঞ্চ, জলঙ্গী নাগরিক মঞ্চ, টুকটুকি চালক একতা মঞ্চ, ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ, ভাগানগোলা-রানিতলা নাগরিক মঞ্চ, মুর্শিদাবাদ সংযুক্ত নাগরিক মঞ্চ, বাংলার কৃষক শক্তি এবং আমরা মুর্শিদাবাদী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত জেলায় শান্তিপূর্ণভাবে এই বনধ পালন করা হবে। সাধারণ মানুষের অধিকার রক্ষার স্বার্থেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code