Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় গভীর রাতে জামাইয়ের বাড়িতে গুলিবিদ্ধ শাশুড়ি, এলাকায় চাঞ্চল্য

দিনহাটায় গভীর রাতে জামাইয়ের বাড়িতে গুলিবিদ্ধ শাশুড়ি, এলাকায় চাঞ্চল্য

Dinhata News, Gitaldaha Shootout, Cooch Behar Crime, West Bengal Local News

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে আচমকা গুলির শিকার হলেন শাশুড়ি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত সীমান্ত লাগোয়া গিতালদহ এলাকায়। আহতের নাম মর্জিনা বিবি। তাঁর বাড়ি ওকরাবাড়ি এলাকায়। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মর্জিনা বিবি দিন কয়েক আগেই গিতালদহে তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর তিনি তাঁর বিয়ানি, অর্থাৎ রিনা বিবির সঙ্গে একই ঘরে ঘুমোচ্ছিলেন। রাত তখন আনুমানিক দেড়টা থেকে দুটো। হঠাৎই বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। ঘরের টিনের বেড়া ভেদ করে একটি গুলি সোজা এসে লাগে বিছানায় শুয়ে থাকা মর্জিনা বিবির হাতে।

ঘটনার প্রত্যক্ষদর্শী তথা গৃহকর্ত্রী রিনা বিবি আতঙ্কের সুরে বলেন, "আমরা খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছিলাম। রাত তখন প্রায় দেড়টা-দুটো হবে, হঠাৎ গুলির আওয়াজ পাই। উঠে দেখি আমার বিয়ানি যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং তাঁর হাত দিয়ে রক্ত পড়ছে। টিনের বেড়া ফুটো করে গুলিটি তাঁর হাতে লাগে।"

খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশী এবং আত্মীয় জিয়াউল হাসান। তিনি বলেন, "রাত দুপুরে কে বা কারা বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছিল। এরপর টিনের বেড়ার ফাঁক দিয়ে গুলি চালানো হয়। মর্জিনা বিবির স্বামী নেই, তাঁর সঙ্গে কারোর শত্রুতা থাকার কথা নয়। কেন বা কারা এই হামলা চালালো, তা আমরা কিছুতেই বুঝতে পারছি না।"

রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি মর্জিনা বিবিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং নিছকই ভয় দেখানো নাকি খুনের উদ্দেশ্যেই এই গুলি চালানো হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে নিছক পারিবারিক আড্ডার মাঝখানে এমন অতর্কিত হামলায় গোটা এলাকায় এখন থমথমে পরিবেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code