Latest News

6/recent/ticker-posts

Ad Code

Throwback 2016: ২০১৬-র ট্রেন্ডে গা ভাসিয়ে নগ্ন ছবি! অলিম্পিক সোনাজয়ীর উষ্ণতায় মজেছে নেটপাড়া

Throwback 2016: ২০১৬-র ট্রেন্ডে গা ভাসিয়ে নগ্ন ছবি! অলিম্পিক সোনাজয়ীর উষ্ণতায় মজেছে নেটপাড়া

Lindsey Vonn, Viral Photo, Body Paint Photoshoot, Olympic Gold Medalist, Tiger Woods, 2016 Trend, Sports Lifestyle, লিন্ডসে ভন, ভাইরাল ভিডিও, বিনোদন সংবাদ, অলিম্পিক

সংবাদ একলব্য প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড ‘২০১৬ বনাম ২০২৬’ (Throwback 2016)। ১০ বছরের ব্যবধানে নিজেদের পরিবর্তনের ছবি শেয়ার করছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। আর এই ট্রেন্ডেই গা ভাসিয়ে এবার নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুললেন অলিম্পিক সোনাজয়ী মার্কিন স্কি রেসার লিন্ডসে ভন (Lindsey Vonn)। ৪১ বছর বয়সেও যে তিনি কতটা লাস্যময়ী, তা প্রমাণ করতে ২০১৬ সালের 'স্পোর্টস ইলাস্ট্রেটেড'-এর জন্য করা বডি পেন্টের সাহসী ছবি ও ভিডিও শেয়ার করলেন তিনি।

২০১৬ সালটা লিন্ডসের (Lindsey Vonn) জন্য বেশ স্মরণীয় ছিল। সেই স্মৃতি (Throwback 2016) রোমন্থন করতে গিয়েই ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেন এই সুন্দরী ক্রীড়াবিদ। যার মধ্যে প্রথম ছবিটিই ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শরীরে সুতোটুকু নেই, কেবল রঙ বা বডি পেন্টের কারসাজি। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙে শরীর ঢেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ব্যয়াম করছেন তিনি। তাঁর এই ‘বোল্ড’ অবতার দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। নিমিষেই ভাইরাল হয়েছে সেই পোস্ট।

শুধুমাত্র গ্ল্যামার নয়, লিন্ডসে ভন (Lindsey Vonn) বিশ্ব ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ২০১০ সালের অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। ঝুলিতে রয়েছে স্কি বিশ্ব চ্যাম্পিয়নশিপের দুটি সোনার পদকও। মাঝে অবসর নিলেও, ৪১ বছর বয়সে গত বছরই ফের ট্র্যাকে কামব্যাক করেছেন এই অদম্য স্কি রেসার।

লিন্ডসের (Lindsey Vonn) ব্যক্তিগত জীবনও বরাবরই চর্চায় থেকেছে। আমেরিকা দলে তাঁর সতীর্থ থমাস ভনের সঙ্গে চার বছরের বিবাহিত জীবন ছিল। বিচ্ছেদের পর গলফ কিংবদন্তি টাইগার উডসের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল। টাইগারের কঠিন সময়ে পাশে ছিলেন লিন্ডসে। যদিও সেই সম্পর্কও টেকেনি। এরপরও একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে এবার ২০১৬-র স্মৃতিচারণায় নিজের যে রূপ সামনে আনলেন, তাতে নতুন করে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code