Latest News

6/recent/ticker-posts

Ad Code

'সুনাম নষ্ট করা হচ্ছে'- লালবাজারে অভিযোগ সৌরভের

'সুনাম নষ্ট করা হচ্ছে'- লালবাজারে অভিযোগ সৌরভের

Sourav Ganguly, Lalbazar complaint, Argentina fan club, Uttam Saha, cyber cell Kolkata, Lionel Messi Salt Lake, Youth Bharati Stadium, reputation damage, defamatory remarks, Kolkata Police

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর সুনাম নষ্ট হচ্ছে বলে অভিযোগ জানালেন কলকাতা পুলিশের সাইবার সেলে। তিনি ই-মেইলের মাধ্যমে লালবাজারে পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করেছেন, কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতি উত্তম সাহা প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর মন্তব্য করেছেন। সৌরভের দাবি, এই মন্তব্যগুলির কোনও বাস্তব ভিত্তি নেই এবং এর ফলে তাঁর মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে।

গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল মহাতারকা লিয়োনেল মেসির সফর ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। মেসিকে ঘিরে থাকা জটলার কারণে অনেক দর্শক তাঁকে ঠিকমতো দেখতে পাননি। পরে ক্ষোভে গ্যালারিতে ভাঙচুর ও তাণ্ডব শুরু হয়। আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি এই পরিস্থিতির মধ্যে সৌরভের নাম জুড়ে কিছু মন্তব্য করেন উত্তম সাহা। সেই মন্তব্যকেই মানহানিকর বলে অভিযোগ করেছেন সৌরভ।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানাগেছে, অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়াবিদ এবং ক্রীড়া প্রশাসক হিসেবে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন। অথচ এই ধরনের অবাস্তব অভিযোগ তাঁর সেই সুনাম নষ্ট করার চেষ্টা করছে। তিনি পুলিশকে জানিয়েছেন, উত্তম সাহার মন্তব্যগুলি ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে। লালবাজারের সাইবার সেল ইতিমধ্যেই অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করার সম্ভাবনা রয়েছে।

এই ঘটনার ফলে মেসির সফর ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও এক ধাপ এগিয়ে আইনি পরিসরে পৌঁছেছে। ক্রীড়া জগতের দুই মহাতারকা—লিয়োনেল মেসি ও সৌরভ গঙ্গোপাধ্যায়—কে ঘিরে তৈরি হওয়া এই আলোচনায় এখন জনমনে নতুন মাত্রা যোগ হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code