নিয়োগের সময়সীমা আট মাস বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট! বেতন পাবে যোগ্য শিক্ষকরা
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ালো দেশের শীর্ষ আদালত। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে চাকরি বাতিলের পর ৩১শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিয়েছিল সুপ্রিমকোর্ট। এরমধ্যে নতুন করে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। এবার সময়সীমা বাড়লো আরো ৮ মাস। ৩১শে ডিসেম্বরের পরিবর্তে মেয়াদ হলো ৩১শে আগস্ট ২০২৬ পর্যন্ত। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে, আগামী ৩১ অগস্ট পর্যন্ত বেতন পাবেন ‘যোগ্য’ শিক্ষকেরা।
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য, এসএসসি এবং বোর্ড ছিল। আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে নিয়ে এসেছি। একাদশ-দ্বাদশের বাছাই প্রক্রিয়ায় ৭ জানুয়ারি আমরা চূড়ান্ত রেজ়াল্ট পাবলিশ করে দেব। ১৫ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু করে দেব। নবম-দশমের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া শেষ হবে মার্চ মাসের মাঝামাঝি। তার পরে কাউন্সেলিং হবে। তাই অগস্টের শেষ পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল।”
আইনজীবী আরো জানান, আদালত আগস্ট মাস পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে। যাঁরা দাগি নন, এমন শিক্ষকেরা আগামী অগস্ট মাস পর্যন্ত কাজ করতে পারবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর। সেই চাকরি বাতিলে যোগ্য শিক্ষকদের ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। এরমধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এগিয়েছে অনকটাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊