Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিলিগুড়ির বিধান মার্কেটে মন্দিরের দানপেটি চুরি, সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজন

শিলিগুড়ির বিধান মার্কেটে মন্দিরের দানপেটি চুরি, সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজন


siliguri, bidhan market, temple theft, donation box, hundi, cctv footage, suspects, police investigation, kurani, security issue



শিলিগুড়ি: ১৬ ডিসেম্বর, ২০২৫

শিলিগুড়ি বিধান মার্কেট এলাকার সেথ শ্রী লাল শিব মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত রাতে দুই দুষ্কৃতী মন্দিরে প্রবেশ করে দানপেটি ভেঙে বেশ কিছু টাকা চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে এই পুরো ঘটনাটি ধরা পড়েছে, যার ভিত্তিতে দুই সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো মন্দিরের পুরোহিত এসে গেট খোলেন। তখনই তিনি দেখতে পান মন্দিরের দানপেটি সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে রয়েছে এবং সেটি ভাঙা হয়েছে। চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই মন্দির কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর দেখা যায় যে রাতের অন্ধকারে দুজন ব্যক্তি মন্দির চত্বরে প্রবেশ করে সরাসরি দানপেটির কাছে যায়। এরপর তারা সেটি ভেঙে দান করা নগদ টাকা চুরি করে নিয়ে চম্পট দেয়।

এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তার ভিত্তিতে অভিযুক্তদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

এই চুরির ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কিত। শহরের অন্যতম ব্যস্ত এলাকা বিধান মার্কেটের একটি মন্দিরে এমন ঘটনা ঘটায় মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়রা মন্দির ও তার আশেপাশে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code