Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rajganj BDO: অবশেষে আগাম জামিনের আবেদন খারিজ 'দাবাং বিডিও' প্রশান্ত বর্মনের , ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পনের নির্দেশ

Rajganj BDO: ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পনের নির্দেশ 

Rajganj BDO, Prashanta Barman, Calcutta High Court, anticipatory bail rejected, surrender order, দত্তাবাদ খুন মামলা, আগাম জামিন খারিজ, রাজগঞ্জ বিডিও, কলকাতা হাইকোর্ট, আত্মসমর্পণ নির্দে


রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় তাঁর নাম উঠে আসায় আদালত কঠোর অবস্থান নিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা আদালতে আত্মসমর্পণ করতে হবে অভিযুক্তকে। যদিও তাঁর আইনজীবীরা ৭ দিনের সময়সীমা চেয়েছিলেন, আদালত স্পষ্ট জানিয়েছে যে ৭২ ঘণ্টাই যথেষ্ট সময় এবং এর বাইরে আর কোনও ছাড় দেওয়া হবে না। এই রায়কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, খুন বা ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলায় আগাম জামিনের আবেদন বিচার করতে গেলে বিচারকদের একাধিক বিষয় খতিয়ে দেখতে হয়। অভিযুক্তের সামাজিক ও প্রশাসনিক প্রোফাইল, পালিয়ে যাওয়ার সম্ভাবনা, সাক্ষীদের নিরাপত্তা এবং মামলার প্রমাণের গুরুত্ব—সবকিছুই আদালতের বিবেচনায় আসে। প্রশান্ত বর্মনের ক্ষেত্রে আদালত মনে করেছে, জামিন দিলে তদন্তে প্রভাব পড়তে পারে এবং সাক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

এই মামলার প্রেক্ষাপটও অত্যন্ত গুরুতর। দত্তাবাদে এক স্বর্ণব্যবসায়ীকে খুন করা হয়, এবং সেই ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম উঠে আসে। প্রশাসনিক পদে থেকে এমন অপরাধে নাম জড়ানোয় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। আদালত তাই কঠোর অবস্থান নিয়ে জামিন খারিজ করেছে এবং আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে গুরুতর অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান, প্রশাসনিক পদে থাকা কোনও ব্যক্তিও আইনের বাইরে নয়। ফলে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশ শুধু তাঁর জন্য নয়, বরং ভবিষ্যতে এ ধরনের মামলায় আদালতের অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code