বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মৌলবাদী হামলার প্রতিবাদে দিনহাটায় সিপিআই(এম)-এর ধিক্কার মিছিল ও সভা
নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: বাংলাদেশে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংখ্যালঘু এবং প্রগতিশীল মানুষের ওপর লাগাতার মৌলবাদী আক্রমণের প্রতিবাদে উত্তাল হলো দিনহাটা।
সোমবার ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)-এর উদ্যোগে দিনহাটা শহরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদী মিছিলটি দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে শুরু হয়ে চওড়াহাট পরিক্রমা করে এবং শেষ পর্যন্ত দিনহাটা চৌপথীতে এসে সমবেত হয়। মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় যেখানে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিনের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম)-এর সম্পাদকমণ্ডলী সদস্য প্রবীর পাল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বর্ষীয়ান বাম নেতা তারাপদ বর্মন ও দিলীপ সরকার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম) জেলা কমিটির সদস্য ও যুব নেতা শুভ্রালোক দাস, দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী, বামনহাট এরিয়া কমিটির সম্পাদক দেবেন বর্মন, নাজিরহাট এরিয়া কমিটির সম্পাদক মনোজ সরকার, গোসানিমারি এরিয়া কমিটির সম্পাদক এমদাদুল হক, ভেটাগুড়ি–নিগমনগর এরিয়া কমিটির সম্পাদক উৎপল আচার্যি এবং বর্ষীয়ান নেতা ইনসাফ উদ্দিন আহমেদ-সহ দলের অন্যান্য স্তরের নেতৃত্ব।
বক্তারা তাঁদের ভাষণে দিপু দাসের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতবিরোধী কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার জন্য কড়া আহ্বান জানান। একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ভারতের ঐতিহাসিক ভূমিকার কথা তাঁরা পুনরায় স্মরণ করিয়ে দেন।
সিপিআই(এম) নেতাদের অভিযোগ, ওপার বাংলায় জামায়াত ইসলামি পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি ও নৃশংসতার মাধ্যমে পরিস্থিতি অস্থির করার চেষ্টা চালাচ্ছে। এর তীব্র নিন্দা জানিয়ে তাঁরা সাংস্কৃতিক ও গণআন্দোলনের মাধ্যমে জোরালো প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন।
পাশাপাশি এপার বাংলায় আরএসএস যেভাবে ঘৃণা ও বিভাজনের রাজনীতি ছড়াচ্ছে, বক্তারা তারও কঠোর সমালোচনা করেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা-বিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশে আহ্বান জানানো হয় যে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হতে হবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊