Latest News

6/recent/ticker-posts

Ad Code

রিজার্ভেশন চার্ট প্রকাশে নতুন নিয়ম, যাত্রীদের স্বস্তি দিতে সময় এগোল রেল বোর্ড

রিজার্ভেশন চার্ট প্রকাশে নতুন নিয়ম, যাত্রীদের স্বস্তি দিতে সময় এগোল রেল বোর্ড

রেল রিজার্ভেশন চার্ট, রেল বোর্ড নির্দেশিকা, দূরপাল্লার ট্রেন, সংরক্ষণ তালিকা, রেল সময়সীমা পরিবর্তন, ট্রেন টিকিট কনফার্ম, রেল যাত্রী সুবিধা, ফার্স্ট চার্ট প্রকাশ, সেকেন্ড চার্ট সময়, ভারতীয় রেল নিয়ম, রেলমন্ত্রক ঘোষণা, রিজার্ভেশন আপডেট ২০২৫, ট্রেন যাত্রা পরিকল্পনা, রেল জোন ভিত্তিক নিয়ম, রেল নিউজ পশ্চিমবঙ্গ, রেল সংরক্ষণ নিয়ম পরিবর্তন



নিজস্ব প্রতিবেদন, কলকাতা:
দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের রিজার্ভেশন চার্ট প্রকাশের সময়সীমা আরও এগিয়ে আনল রেল বোর্ড। যাত্রীদের সুবিধার্থে এবং শেষ মুহূর্তের উদ্বেগ কমাতে বুধবার নতুন নির্দেশিকা জারি করেছে রেল বোর্ড। সংশোধিত নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার আগেই পর্যাপ্ত সময় হাতে থাকবে যাত্রীদের, যাতে টিকিট কনফার্ম না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া যায়।

নতুন নিয়ম অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ২টার মধ্যে যেসব ট্রেন ছাড়বে, সেগুলির রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮টার মধ্যে প্রকাশ করতে হবে। আবার দুপুর ২টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত যেসব ট্রেন ছাড়বে, তাদের সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে যাত্রা শুরুর অন্তত ১০ ঘণ্টা আগে। এর ফলে যাত্রীরা আগেভাগেই জানতে পারবেন তাঁদের টিকিট নিশ্চিত হয়েছে কি না।

গত জুলাই মাসেও রিজার্ভেশন চার্ট প্রকাশের নিয়মে পরিবর্তন এনেছিল রেল বোর্ড। তখন বলা হয়েছিল, ট্রেন ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে ফার্স্ট চার্ট প্রস্তুত করতে হবে। এবার সেই সময়সীমা আরও এগিয়ে এনে যাত্রীদের স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। অতীতে ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে প্রথম সংরক্ষণ তালিকা তৈরি হত, যা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। শেষ মুহূর্তে টিকিট না পেয়ে অনেকেই সমস্যায় পড়তেন।

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন নিয়মে যাত্রীরা শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করে আগেভাগেই পরিকল্পনা করতে পারবেন। তাঁদের উদ্বেগও অনেকটাই কমবে। তবে দ্বিতীয় সংরক্ষণ তালিকা বা সেকেন্ড চার্ট প্রকাশের সময়সীমায় কোনও পরিবর্তন হয়নি। তা আগের মতোই ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে প্রস্তুত হবে।

রেল বোর্ড জানিয়েছে, সংশোধিত নিয়ম জোনভিত্তিকভাবে অবিলম্বে কার্যকর করা হবে। যাত্রী স্বার্থে এই পদক্ষেপকে ইতিবাচক বলেই মনে করছেন রেল কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code