Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBSSC: 'সব OMR প্রকাশ করতে হবে', ডেডলাইনও বেঁধে দিল হাইকোর্ট

WBSSC: 'সব OMR প্রকাশ করতে হবে', ডেডলাইনও বেঁধে দিল হাইকোর্ট

wbssc case

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় বড় মোড়। সব ওএম আর প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কমিশনকে অফিশিয়াল ওয়েবসাইটে সেই ওএমআর প্রকাশ করতে হবে পাশাপাশি সময়সীমাও বেঁধে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোডের নির্দেশ এসএসসিকে। পাশাপাশি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও তলব করলেন বিচারপতি সিনহা।


বুধবার দেশের সর্বোচ্চ আদালত স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত সকল মামলা হাইকোর্টে শুনানির জন্য পাঠায়। এরপরেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চে ওঠে মামলা। বিচারপতি নির্দেশ দেন নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশ করতে হবে। এসএসসির আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, “আপনারা ওএমআর আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। নাহলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।”



এসএসসি সংক্রান্ত আরও একটি মামলার শুনানি জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে থাকেন এক আইনজীবী। তিনি আদালতে জানান, আগামী ১৮ নভেম্বর থেকে একাদশ-দ্বাদশের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। ফলে আগামীকাল শুক্রবারই যেন অন্য মামলাটির শুনানি হয়। সেই সময় বিচারপতি বলেন, “পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code