Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কি জেলের ভেতরে খুন করা হল! জল্পনা তুঙ্গে

ইমরান খান কি আদিয়ালা জেলেই খুন হয়েছেন? সোশাল মিডিয়ায় জোরালো গুঞ্জন, সরকার বলছে ‘ভিত্তিহীন’

Imran Khan, death rumor, Adiala Jail, Imran Khan family, Pakistan politics, PTI protest, Imran Khan sisters, Imran Khan jail news, Imran Khan murder claim, Imran Khan social media trend, Imran Khan prison condition, Imran Khan denied access, Imran Khan latest news, Imran Khan November 2025, Imran Khan alive or dead, Imran Khan jail protest


পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ফের উত্তাল সোশাল মিডিয়া। রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরানকে নিয়ে গুঞ্জন—জেলেই তাঁকে খুন করা হয়েছে! যদিও পাকিস্তান সরকার, আদিয়ালা জেল কর্তৃপক্ষ এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

এই গুজবের সূত্রপাত হয় ‘আফগান টাইমস’ নামের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডল থেকে, যেখানে দাবি করা হয় ইমরান খানকে “মিস্টেরিয়াসলি” হত্যা করা হয়েছে এবং তাঁর দেহ গোপনে সরিয়ে ফেলা হয়েছে। এরপরই তাঁর তিন বোন—আলেমা, উজমা ও নওরিন খান—জেলের বাইরে অবস্থান ধর্মঘটে বসেন, কারণ তাঁদের তিন সপ্তাহ ধরে ভাইয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

জানা গেছে, ইমরানকে রাখা হয়েছে একটি আলাদা সেলে, যেখানে অন্য বন্দিদের প্রবেশ নিষিদ্ধ। তাঁর পরিবারের অভিযোগ, তাঁকে অমানবিক ও নির্জন পরিবেশে রাখা হয়েছে, যা তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এই পরিস্থিতিতে তাঁর মৃত্যুর গুজব আরও জোরালো হয়েছে, বিশেষত যখন তাঁর বোনদের দাবি, তাঁদের মারধর করা হয়েছে এবং জেল কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিচ্ছে না।

তবে আদিয়ালা জেল কর্তৃপক্ষ ও পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছে, ইমরান খান জীবিত এবং নিরাপদ অবস্থায় রয়েছেন। তাঁর স্বাস্থ্য ভালো এবং তাঁকে নিয়মিত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এই গুজবকে ‘অপ্রমাণিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে প্রশাসন।

ইমরান খান বর্তমানে রাষ্ট্রীয় উপহার বিক্রি ও দুর্নীতির মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি। তাঁর দল পিটিআই এবং পরিবার দীর্ঘদিন ধরেই তাঁর মুক্তির দাবি জানিয়ে আসছে।

এই মুহূর্তে তাঁর মৃত্যুর কোনও প্রমাণ নেই, তবে পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া এবং জেলের বাইরে বিক্ষোভ দমন নিয়ে যে প্রশ্ন উঠছে, তা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code