Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় বিএলও-কে ধারালো অস্ত্রের কোপ, চাঞ্চল্য এলাকাজুড়ে!

দিনহাটায় বিএলও-কে ধারালো অস্ত্রের কোপ, চাঞ্চল্য এলাকাজুড়ে!

Dinhata news


দিনহাটা:

বিএলও হিসেবে পছন্দ না হওয়ার অভিযোগে এক বিএলও-কে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চাঞ্চল্যকর ঘটনা সামনে এল কোচবিহারের দিনহাটায়। শুক্রবার সিতাই বিধানসভার গিতালদহ এলাকায় ৬/২৭৮ নম্বর বুথের বিএলও মানোয়ার হোসনে আক্রান্ত হন। হামলার অভিযোগ উঠেছে ওই বুথ এলাকারই বাসিন্দা রোহিতের বিরুদ্ধে।

ঘটনার পর গুরুতর জখম অবস্থায় মানোয়ার হোসনেকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত বিএলও জানান, ভোটার তালিকা সংক্রান্ত কাজের অংশ হিসেবে তিনি এলাকায় একাধিক বাসিন্দার কাছে হিয়ারিং নোটিশ পৌঁছে দিয়েছিলেন। তবে কয়েকজনের নোটিশ দেওয়া তখনও বাকি ছিল।

বিএলও-র অভিযোগ, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ৩টে নাগাদ নোটিশ সংক্রান্ত কাজের জন্য তিনি এলাকায় গেলে হঠাৎই অভিযুক্ত ব্যক্তি তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং কোপ মারে। আচমকা হামলায় তিনি গুরুতর জখম হন। তাঁর দাবি, দুই ব্যক্তি তাঁকে আক্রমণ করে। বিএলও হিসেবে পছন্দ নয় বলে আক্রমণ করেছে বলেও দাবি করেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।সরকারি কর্মীর উপর এ ধরনের হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আক্রান্ত বিএলও প্রশাসনের তরফে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে পদত্যাগ করবেন বলেই জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code