Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোধা শিশুদের নিয়ে মূকাভিনয়–নাট্য কর্মশালা আয়োজন করলো ঠাকুরনগর থিয়েট্রিকস

লোধা শিশুদের নিয়ে মূকাভিনয়–নাট্য কর্মশালা আয়োজন করলো ঠাকুরনগর থিয়েট্রিকস


Thakurnagar Theatrics organized a pantomime-drama workshop with Lodha children


ঠাকুরনগর থিয়েট্রিকসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আদিবাসী লোধা সম্প্রদায়ের কুড়িজন শিশু–কিশোরকে নিয়ে দশদিনব্যাপী মূকাভিনয় ও নাট্যকর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন খড়গপুর আইআইটির অধ্যাপক প্রফেসর ড. প্রদীপ কুমার ভৌমিক। 

উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর শিল্পী সুধীর কুমার মাইতি এবং দি ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির সভাপতি ড. মনোরঞ্জন ভৌমিক।

থিয়েট্রিকসের কর্ণধার জগদীশ ঘরামী অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক পরিয়ে বরণ করেন। বক্তৃতায় অতিথিবৃন্দ কুসংস্কার দূরীকরণ ও আদিবাসী সমাজের অগ্রগতিতে থিয়েটারের ভূমিকা তুলে ধরেন। কর্মশালার প্রশিক্ষক ছিলেন জগদীশ ঘরামী, সহায়তায় ছিলেন কমল দে; অনুপ্রেরণায় ছিলেন ড. অরূপ মজুমদার।

Thakurnagar Theatrics organized a pantomime-drama workshop with Lodha children

ছাত্র–ছাত্রীরা সারমেয় উচ্ছেদের সাম্প্রতিক সামাজিক ইস্যুকে কেন্দ্র করে “বাঁচার অধিকার” শিরোনামে পয়তাল্লিশ মিনিটের একটি নাটক নির্মাণ ও মঞ্চস্থ করে। ২৪ নভেম্বর ২০২৫ পঞ্চবটি মুক্তমঞ্চে অনুষ্ঠিত প্রদর্শনী দর্শকদের ব্যাপক প্রশংসা পায়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code