Latest News

6/recent/ticker-posts

Ad Code

আনুষ্ঠানিক বিয়ে হল বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচির, পাত্রী হাইকোর্টের আইনজীবী প্রীতি

আনুষ্ঠানিক বিয়ে হল বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচির, পাত্রী হাইকোর্টের আইনজীবী প্রীতি 

Koustab Bagchi


আনুষ্ঠানিক বিয়ে হল বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচির।বুধবার সন্ধায় শ্রীরামপুর মরাদানে বসেছিল বিয়ের আসর। দীর্ঘদিনের পরিচিত প্রীতির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিজেপি নেতা।কৌস্তুভের স্ত্রীও হাইকোর্টের আইনজীবী।


বছর খানেক আগেই আইনি বিয়েটা সেরে রেখেছিলেন।আজ ছিল আনুষ্ঠানিক বিয়ে। ধুতি-পাঞ্জাবি মালা বদল থেকে বিয়ের আচার অনুষ্ঠান কৌস্তভকে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন।

কৌস্তভ জানান, প্রীতির সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ দিনের। ২০২২ সালে যখন রাজ্য সরকারের বিরোধিতায় তিনি প্রতিবাদ স্বরূপ মস্তক মুন্ডন করেছিলেন, তখনও প্রীতি তাঁর পাশেই ছিলেন। প্রীতি যদিও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে বরাবরই তৃণমূল বিরোধী মনোভাবাপন্ন বলে জানান কৌস্তভ।

বিয়ের জন্য দলের কাছে ৫–৬ দিনের ছুটি নিয়েছেন তিনি। খুব শীঘ্রই ফের রাজনীতির ময়দানে ফিরবেন বলেও জানান বিজেপি নেতা। তাঁর কথায়, “২০২৬ সালে বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে। তাই এখন আমোদ-প্রমোদের সময় খুব বেশি নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code