ICC-র চরম ক্ষোভ! বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ? জয় শাহের কড়া বার্তা, বিকল্প স্কটল্যান্ড!
নিজস্ব প্রতিবেদন: ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চরম নাটকীয়তার সৃষ্টি করেছে বাংলাদেশ। নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। আইসিসির (ICC World Cup) বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমার মধ্যে কোনো জবাব না দেওয়ায় এবং আইসিসিকে পাশ কাটিয়ে সরাসরি সংবাদ সম্মেলন করায় বেজায় চটেছে বিশ্ব ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে।
আইসিসি (ICC World Cup) এবং বিসিবির (Bangladesh Cricket Board) মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চলা স্নায়ুযুদ্ধের অবসান হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। আইসিসি বিসিবিকে স্পষ্ট জানিয়েছিল, বৃহস্পতিবারের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঢাকা থেকে দুবাইয়ের আইসিসি সদর দপ্তরে কোনো ইমেইল বা চিঠি পৌঁছায়নি।
আইসিসির (ICC World Cup) নিয়ম ও প্রোটোকল অনুযায়ী, কোনো সদস্য দেশ টুর্নামেন্টে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়টি সবার আগে গ্লোবাল বডি বা আইসিসিকে জানাবে। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা সাফ জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে তাঁরা ভারতে দল পাঠাতে রাজি নন এবং নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য নামিবিয়ায় অবস্থান করছেন। তবে বাংলাদেশের এই ‘অপেশাদার’ আচরণে তিনি এবং আইসিসির বোর্ড সদস্যরা অত্যন্ত ক্ষুব্ধ। বিশ্ব নিয়ামক সংস্থার এক জ্যেষ্ঠ কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “আইসিসি বোর্ড সদস্যরা আমিনুল ইসলাম বুলবুলের ওপর প্রচণ্ড রেগে আছেন। গ্লোবাল বডিকে জানানোর আগেই কেন তাঁরা সাংবাদিক সম্মেলন করলেন? এটা আইসিসির প্রতি অসম্মান।”
আইসিসি মনে করছে, বাংলাদেশ (Bangladesh Cricket Board) নিজেদের বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার চেয়েও বড় মনে করছে। আইসিসির সঙ্গে আলোচনার টেবিলে ১-১৪ ভোটে বাংলাদেশের আবেদন আগেই নাকচ হয়ে গিয়েছিল। অর্থাৎ, অন্য কোনো সদস্য দেশ বাংলাদেশের দাবিকে সমর্থন করেনি।
আইসিসির অভ্যন্তরীণ বৈঠকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বাংলাদেশ যদি ২৪ ঘণ্টার মধ্যে ইতিবাচক সাড়া না দেয়, তবে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে। সেই পরিকল্পনা অনুযায়ী, আইসিসি এখন ‘প্ল্যান বি’ বাস্তবায়ন করতে যাচ্ছে।
সূত্রের খবর, শনিবারই দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া জরুরি বৈঠকে বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। স্কটল্যান্ড যাতে দ্রুত ভারতের ভিসা পায় এবং লজিস্টিক সহায়তা পায়, সেদিকেও নজর রাখবে আইসিসি।
অন্যদিকে, শুধু বিশ্বকাপ থেকে বাদ পড়াই নয়, আইসিসির গঠনতন্ত্র লঙ্ঘনের দায়ে বিসিবির (Bangladesh Cricket Board) ওপর বড়সড় শাস্তি বা নিষেধাজ্ঞাও নেমে আসতে পারে। আইসিসির ‘ডিসপুট রেজোলিউশন কমিটি’ (DRC)-তে গিয়েও এই যাত্রায় বাংলাদেশের পার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊