Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্ধারিত সময়ের আগেই SIR-এর কাজ শেষ করে নজির গড়লেন দিনহাটায় দুই BLO

নির্ধারিত সময়ের আগেই SIR-এর কাজ শেষ করে নজির গড়লেন দিনহাটায় দুই BLO

নির্ধারিত সময়ের আগেই SIR কাজ শেষ করে নজির দিনহাটায় দুই BLO


রাজ্যজুড়ে SIR কাজকে কেন্দ্র করে যখন BLO দের নানা সমস্যার অভিযোগ সামনে আসছে অতিরিক্ত কাজের চাপ, তথ্য সংগ্রহের জটিলতা, ঘরে ঘরে পৌঁছানো থেকে শুরু করে অনলাইন আপলোডের সমস্যায় নাজেহাল মাঠকর্মীরা তখনই দিনহাটা ২ ব্লকের দুই BLO দেখালেন ভিন্ন ছবি।

সময়সীমা শেষ হওয়ার অনেক আগেই তাঁরা নিজ নিজ বুথের ১০০ শতাংশ কাজ সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, সমস্ত নথিপত্র নির্ভুলভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করে তাঁরা কার্যত দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ দিনহাটার মহকুমা শাসক বিজয় গিরি বৃহস্পতিবার তাঁদের হাতে বিশেষ সম্মানপত্র তুলে দেন।

সম্মানিত দুই BLO হলেন-৭/১৫ নম্বর বুথের অম্বিকাচরণ রায়, যিনি সবার আগে কাজ শেষ করেছেন,

এবং ৭/৩৬ নম্বর বুথের রবীন্দ্রনাথ বর্মন, যিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।

SDO বিজয় গিরি জানান—

“যে পরিস্থিতিতে অধিকাংশ BLO সময়ের সঙ্গে লড়াই করছেন, সেখানে এঁদের নির্ভুল ও দ্রুত কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। এঁরা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ২ ব্লকের বিডিও নিতিশ তামাং। তিনি বলেন, “এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের অন্যান্য BLO দেরও নতুন উদ্যম দেবে এবং SIR কাজের সামগ্রিক মান উন্নত হবে।”

দিনহাটায় দুই BLO র এই সাফল্য দেখিয়ে দিল দায়িত্ববোধ, নিষ্ঠা ও প্রযুক্তিবোধ থাকলে যেকোনো কাজই সময়ের আগেই নিখুঁতভাবে শেষ করা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code