Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতার রাজপথে SLST চাকিরপ্রার্থীদের মিছিলে ধুন্ধুমার

কলকাতার রাজপথে SLST চাকিরপ্রার্থীদের মিছিলে ধুন্ধুমার

SLST


রাজপথ নতুন করে উত্তপ্ত। SLST চাকিরপ্রার্থীদের মিছিলে ধুন্ধুমার। পুলিশের বাধা, মিছিলের নির্দিষ্ট রুট বদল, রাস্তা দিয়ে চাকরিপ্রার্থীদের দৌড়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মিছিল রুখতে পুলিশি ব্যর্থতা- আজ ফ্রেশার্সদের আন্দোলন রুখতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর বাতিল করতে হবে, এই দাবি নিয়ে পথে নামেন নবাগতরা। তাঁদের প্রথমে ধর্মতলা যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক হয়, তাঁরা রামলীলা ময়দান যাবেন। কিন্তু নির্দিষ্ট রুটেই নতুন চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। তাঁদের মিছিল আটকায় পুলিশ। 


পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি।পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলার দিকে। বাধা পেয়ে মাঝপথেই রুট বদলে ফেলেন চাকরিপ্রার্থীরা। এসএন ব্যানার্জি রোড ধরে এগোতে থাকেন তাঁরা। কিন্তু তাঁদের মিছিল আটকাতে পর্যাপ্ত পুলিশ ছিল না। ফলে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। 


তারপরে ধর্মতলার চৌমাথা রোডে এসে তারা অবস্থান-বিক্ষোভে বসে পড়েন। সেখান থেকেই চ্যাং দোলা করে তাদের ফ্রিজন ভ্যানে তুলে নিয়ে যান পুলিশ আধিকারিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code