অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০ জিতে সিরিজে সমতা ফেরালো ভারত
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো সূর্যর ভারত। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে ভারত তুলল ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান।
হোবার্টে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। শুরুতেই অর্শদীপ সিংয়ের দাপটে ১৪ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। বরুণ চক্রবর্তীর স্পিনেও চাপে পড়ে তারা। একসময় ৪ উইকেটে বিপর্যয়ে থাকা অস্ট্রেলিয়াকে উদ্ধার করেন টিম ডেভিড, মার্কাস স্টোইনিস ও ম্যাথু শর্ট। টিম ডেভিড: ৩৮ বলে ৭৪ (৮ চার, ৫ ছক্কা), মার্কাস স্টোইনিস: ৩৯ বলে ৬৪ (৮ চার, ২ ছক্কা), ম্যাথু শর্ট: ১৫ বলে ২৬ (২ চার, ১ ছক্কা) রান তোলেন। ভারতের বোলার অর্শদীপ সিং ৩৫ রানে ৩ উইকেট, বরুণ চক্রবর্তী ৩৩ রানে ২ উইকেট, শিবম দুবে ৪৩ রানে ১ উইকেট নেন।প্রথম দিকে উইকেট পড়লেও মাঝ ও শেষের ওভারে আগ্রাসী ব্যাটিংয়ে বড় রান তোলে অস্ট্রেলিয়া।
১৮৭ রানের লক্ষ্যে নেমে ঝড়ো শুরু করেও নিয়মিত উইকেট হারায় ভারত। ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ২৫ রান করেন, শুভমন গিল করেন ১৫। অধিনায়ক সূর্যকুমারও থামেন ১১ বলে ২৪ রানে। তিলক বর্মা (২৯) ও অক্ষর পটেল (১৭)ও বড় রান দিতে পারেননি। শেষে ইনিংস সামলান জীতেশ শর্মা ও ওয়াশিংটন সুন্দর। দু’জনের জুটিতেই ম্যাচ জেতে ভারত। ওয়াশিংটন সুন্দর ২৩ বলে অপরাজিত ৪৯ (৩ চার, ৪ ছক্কা), জীতেশ শর্মা ১৩ বলে অপরাজিত ২২ (৩ চার)। ষষ্ঠ উইকেটে দু’জন মিলে যোগ করেন ৪৩ রান। এই জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন নাথান এলিস। তিনিই অস্ট্রেলিয়ার সফলতম বোলার। ২২ রানে ১ উইকেট নিয়েছেন স্টোইনিস। ৩০ রানে ১ উইকেট জ়েভিয়ার ব্রাটলেটের। তিন ম্যাচের পর সিরিজ় এখন ১-১। উল্লেখ্য, দু’দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊