SIR নিয়ে সরব বাম নেত্রী অঞ্জু কর: জলপাইগুড়িতে রাজ্য-কেন্দ্রকে তীব্র আক্রমণ!
জলপাইগুড়ি, রবিবার: রবিবার জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত চালশায় অনুষ্ঠিত হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ১৯ তম জেলা সম্মেলন। এই সম্মেলন থেকেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বাম জমানার প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর।
সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ বাম নেত্রী অঞ্জু কর। তিনি তাঁর বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এবং 'ভাইপো'-কে উদ্দেশ্য করে ডিগ্রির কাগজ না দেখাতে পারার বিষয়টি তুলে ধরেন। তাঁর আক্রমণের মূল বিষয় ছিল— 'স্ট্যান্ডার্ডাইজড ইনস্ট্রাকশনাল রেজিস্ট্রেশন' (এসআইআর) ডকুমেন্ট সংক্রান্ত দাবি।
SIR প্রসঙ্গে অঞ্জু কর স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করছে। তিনি প্রশ্ন তোলেন, "মমতা, মোদী, ভাইপো তাদের ডিগ্রির কাগজ দেখাতে পারছে না, বন্যা বিধ্বস্ত ডুয়ার্সের মানুষ কি করে এস আই আরের কাগজ দেখাবে?"
প্রাক্তন মন্ত্রী আরও বলেন, "আমরা এই ভাবে এস আই আর চাইছি না। যেখানে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো তাদের ডিগ্রির কাগজ সঠিক ভাবে জনসমক্ষে প্রকাশ করতে পারছে না, সেই অবস্থায় এই জেলার যে গ্রামগুলো বন্যায় ভেসে গেছে, সেই বামন ডাঙ্গা টুন্ডু এলাকার মানুষ, যাদের মাথার ওপর চাল পর্যন্ত নেই, তারা কি ডকুমেন্টস দেখাবে?"— এই প্রশ্ন তুলে রাজ্য ও কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করেন এই প্রবীণ বাম নেত্রী।
সম্মেলনে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা থেকে একটি বড় অংশের মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের এই বড় অংশগ্রহণ অঞ্চলে এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊