Latest News

6/recent/ticker-posts

Ad Code

Aadhaar Card Update: ২ কোটি আধার বাতিল করল UIDAI

Aadhaar Card Update: ২ কোটি আধার বাতিল করল UIDAI

aadhaar clean up, uidai, aadhaar cancellation, 2 crore aadhaar, dead persons aadhaar, aadhaar misuse, aadhaar inactive, myaadhaar app, aadhaar transparency, aadhaar news india

বড়সড় পদক্ষেপ করল UIDAI , একলাফে বাতিল ২ কোটি আধার কার্ড। দেশে সক্রিয় বহু মৃত ব্যক্তির আধার নম্বর নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। সরকারি পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন নথি যাচাইয়ের ক্ষেত্রে এই সক্রিয় আধার নম্বরগুলির অপব্যবহার হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল। সেই সমস্যার সমাধানেই এবার একযোগে ২ কোটির বেশি আধার নম্বর বাতিল করল UIDAI।


কোনও জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি। কেন্দ্রীয় রেজিস্ট্রার জেনারেল, রাজ্য সরকার এবং বিভিন্ন মন্ত্রকের দেওয়া মৃতদের তালিকা মিলিয়ে UIDAI এই পদক্ষেপ নিয়েছে। মৃতদের আধার নম্বর সক্রিয় থাকলে তা ভুয়ো পরিচয়, আর্থিক প্রতারণা বা পরিষেবা অপব্যবহারের কাজে ব্যবহার হতে পারে।


২০১১ সালের পর থেকে গত ১১ বছরে মাত্র ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় হয়েছিল। এবার একসঙ্গে প্রায় ২ কোটি আধার বাতিল করা হয়েছে, যা আগের তুলনায় অনেক বড় পদক্ষেপ। তবুও এখনও বহু মৃত ব্যক্তির আধার সক্রিয় রয়েছে।


কেন্দ্র জানিয়েছে, সাধারণ নাগরিকরা myAadhaar অ্যাপ ব্যবহার করে মৃত ব্যক্তির আধার নম্বর UIDAI-কে জানাতে পারবেন। এতে ডাটাবেস আরও স্বচ্ছ হবে এবং অপব্যবহার রোধ করা সম্ভব হবে।


আধারকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গণ্য না করা হলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবা আধারের মাধ্যমে পাওয়া যায়। মৃতদের সক্রিয় আধার থাকলে তা সরকারি সুবিধা বা নথি কাজে লাগানোর ক্ষেত্রে জালিয়াতির সুযোগ তৈরি করে। তাই UIDAI-এর এই পদক্ষেপকে স্বচ্ছতা ও নিরাপত্তার দিকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code