সাংসদের সামনেই বেআব্রু তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব
বৃহস্পতিবার সিউড়ি দুইনং ব্লকের গাংটে গ্রামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই বেআব্রু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । এলাকার অনুন্নয়নের অভিযোগ তুলে সাংসদ শতাব্দী রায়ের সামনেই দলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধোর করে তৃনমূলের কর্মী সমর্থকেরা । ওই অঞ্চল সভাপতিকে বিক্ষুব্ধদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় সাংসদ শতাব্দী রায় । আক্রান্ত কোমা অঞ্চল তৃণমূল সভাপতি বলরাম বাগদি ।
গাংটে গ্রামে দলের এসআইআর ক্যাম্প পরিদর্শন করতে যান বীরভূম লোকসভাকেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় । এসআইআর পরিদর্শন করে ক্যাম্প থেকে বেড়িয়ে যাওয়ার সময় শতাব্দী রায়ের সঙ্গে সঙ্গে হেঁটে আসছিল কোমা অঞ্চল তৃণমূল সভাপতি বলরাম বাগদি । সেখানে উপস্থিত থাকা বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক বলরাম বাগদীর বিরুদ্ধে এলাকার অনুন্নয়ন অভিযোগ তুলে তার উপর চড়াও হয় । তাকে মারধোর করতে শুরু করে ।
অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি উত্তেজনার মাঝে শতাব্দীর গাড়িতেও পড়ে জুতোর বাড়ি । নুরুল ইসলাম গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে । সেইসময় সাংসদ শতাব্দী রায় ও তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে বিক্ষুব্ধদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় । ফের প্রকাশ্যে চলে এলো তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊