Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত যুবক, চাঞ্চল্য দিনহাটায়

ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত যুবক, চাঞ্চল্য দিনহাটায় 

Road Accident


ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত হল এক যুবক, আহত আরও এক। মৃত ওই যুবকের নাম রিপন হক, বাড়ি নয়ারহাটের খারিজা বানিয়াদহ এলাকায়। আহত যুবক মাহাবুল হক নয়ারহাটের ভবানীপ্রসাদ এলাকার বাসিন্দা।


সোমবার রাত আনুমানিক নয়টা চল্লিশ মিনিট নাগাদ দিনহাটার গোবরা ছড়া–বানিয়াদহ ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাইকে করে দুই যুবক দ্রুত গতিতে নয়ারহাটের দিক থেকে গোবরা ছড়ার দিকে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা সিঁড়িতে সজোরে ধাক্কা মারলে সিঁড়িটি ভেঙে যায়।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। দ্রুত তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রিপন হককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় মাহাবুল হক বর্তমানে চিকিৎসাধীন।


দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে নয়ারহাট ফাঁড়ির পুলিশ থানা নিয়ে গেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুই যুবকের মাথায় হেলমেট ছিল না এবং তারা অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ধারের রেলিং/সিঁড়িতে ধাক্কা লাগে, যার জেরে রিপন হকের মৃত্যু ঘটে বলে দাবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code