Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটা, বিজেপি নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটা, বিজেপি নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

Dinhata news


দিনহাটায় বিজেপি শহর মণ্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। পরিবারের দাবি, হামলার সময় বিদ্যুৎ মজুমদার কর্মসূত্রে বাড়িতে উপস্থিত ছিলেন না। তবুও তার অনুপস্থিতিতেই বাড়িতে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ।


বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ বিদ্যুৎ মজুমদারের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়। তাদের দাবি, বাড়ির দরজা-জানলা ভাঙচুর করা হয়েছে এবং আতঙ্ক ছড়াতে চিৎকার-চেচামেচিও করেছে দুষ্কৃতীরা।


ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফে তীব্র প্রতিক্রিয়া আসছে। কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, “গতকাল রাতে তৃণমূলের গুন্ডাবাহিনী কাপুরুষের মতো আমাদের মণ্ডল সভাপতির বাড়িতে হামলা চালিয়েছে। দিনহাটায় তৃণমূলের জনসমর্থন না থাকায় এভাবে ভয় দেখানোর রাজনীতি করছে।”


এদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code