Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাট পাড়ায় বোমাবাজির ছবি ভাইরাল! পোস্ট করলেন অর্জুন সিং, সব সাজানো দাবি তৃণমূলের!

ভাট পাড়ায় বোমাবাজির ছবি ভাইরাল! পোস্ট করলেন অর্জুন সিং, সব সাজানো দাবি তৃণমূলের!

Vatpara news


ভাটপাড়া ৬ নং গলিতে বিস্ফোরণ এর ছবি ভাইরাল, আর সেই ছবি টুইট করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং,বোমা ফাটার ঘটনা এড়িয়ে গেলো পুলিশ, তৃনমুলের মিথ্যা ঘটনা বলে দাবী,যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।


ভাটপাড়া পুরসভা এলাকার ৯ নং ওয়ার্ডের ৬ নং গলি তে সোমবার এক বিস্ফোরণ এর ছবি ভাইরাল হয়। আর এই ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে চাপানউতর। বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ এটি বোমা নাশকতার জন্য মজুত রাখা হয়েছিলো। পুলিশ ঘটনাটি চাপা দেবার চেস্টা করছে।এই জন্য পুলিশ কোন মামলা দায়ের করেনি।অর্জুন সিং জানান, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষায়ক সব বিভাগ কেই চিঠি দিয়ে জানানো হয়েছে।


তবে তৃনমুলের ভাটপাড়ার কনভেনর দেবজ্যোতি ঘোষ জানান, বিষয়টি পুরোটাই রটনা।ফেক ছবি দিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি। এরকম কোন খবর নেই। অন্য জায়গা কারো ছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code