Latest News

6/recent/ticker-posts

Ad Code

বন্ধ স্কুল, নেই সরস্বতী পুজো, ক্ষোভে প্রতিবাদে গেটের বাইরে আরাধনায় শামিল গ্রামবাসীরা

বন্ধ স্কুল, নেই সরস্বতী পুজো, ক্ষোভে প্রতিবাদে গেটের বাইরে আরাধনায় শামিল গ্রামবাসীরা

Birbhum news


সাঁইথিয়া:

রাজ্যের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হলেও ব্যতিক্রমী চিত্র দেখা গেল সাঁইথিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বেহুলাপাড়া ফৈজুলাবাদ প্রাথমিক বিদ্যালয়ে। সরস্বতী পুজোর দিন, ২৩ জানুয়ারি সকালে বিদ্যালয়ে গিয়ে তালাবন্ধ গেট দেখতে পান পড়ুয়া ও অভিভাবকেরা। বিদ্যালয়ে কোনও পুজোর আয়োজন না থাকায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় এক গ্রামবাসী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত রায়কে ফোন করে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, “গত কয়েক বছর ধরেই এখানে সরস্বতী পুজো হচ্ছে না। পুজো করার মতো কোনও তহবিল নেই।” এই কথোপকথনের অডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে বিতর্ক আরও বাড়ে।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জী। তিনি বলেন, “একটি বিদ্যালয়ে সরস্বতী পুজো না হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।”

বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে শেষ পর্যন্ত উদ্যোগ নেন গ্রামবাসীরাই। বন্ধ বিদ্যালয়ের গেটের বাইরে তাঁরা নিজেরাই সরস্বতী পুজোর আয়োজন করেন। সেই পুজোয় অংশ নেয় এলাকার ক্ষুদে পড়ুয়ারা। পুজো শেষে শিশুদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

গ্রামবাসীদের বক্তব্য, বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, সংস্কৃতি ও মূল্যবোধ শেখার কেন্দ্রও। সেখানে সরস্বতী পুজোর মতো অনুষ্ঠান বন্ধ থাকলে তার বিরূপ প্রভাব পড়ে পড়ুয়াদের মনে। তাই প্রতিবাদস্বরূপ গেটের বাইরে হলেও পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code