Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nobel Peace Prize: ট্রাম্প শান্তিতে নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস

Nobel Peace Prize:  ট্রাম্প শান্তিতে নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস

Nobel Peace Prize 2025, Maria Corina Machado, Iron Lady Venezuela, Donald Trump Nobel reaction, White House statement, Venezuela democracy, Nobel controversy, Trump peace efforts, Nobel Prize politics, Time 100 2025, Nobel Prize winner Maria Machado


২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। ‘আয়রন লেডি’ নামে পরিচিত এই নেত্রীকে সম্মানিত করার সিদ্ধান্তে বিশ্বজুড়ে প্রশংসা যেমন এসেছে, তেমনি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উঠেছে সমালোচনার সুর।

নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মাচাদোর অবিচল সংগ্রাম, একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টা এবং সাহসিকতার জন্য তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। কমিটির সভাপতি তাঁকে “অন্ধকারে গণতন্ত্রের শিখা” হিসেবে অভিহিত করেছেন।

মাচাদো টাইম ম্যাগাজিনের “২০২৫ সালের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির” তালিকায়ও স্থান পেয়েছেন। তাঁর রাজনৈতিক দৃঢ়তা, মানবাধিকার রক্ষায় ভূমিকা এবং শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব তাঁকে আন্তর্জাতিক মহলে পরিচিত করেছে।

তবে এই পুরস্কার ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার ছিলেন। তাঁর মধ্যস্থতায় একাধিক আন্তর্জাতিক শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে বলে দাবি করে আসছে মার্কিন প্রশাসন।

হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক্স-এ পোস্ট করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের অবসান অব্যাহত রাখবেন। তাঁর মানবতাবাদী হৃদয় এবং তীব্র ইচ্ছাশক্তি তাঁকে অনন্য করে তুলেছে। নোবেল কমিটি শান্তির পরিবর্তে রাজনীতি বেছে নিয়েছে।”

এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ নোবেল কমিটির স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মার্কিন প্রশাসনের ক্ষোভকে যুক্তিসঙ্গত বলছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code