বন্যাদুর্গত শিশুদের মানসিক শক্তি যোগাতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগ
জলপাইগুড়ি:
শুধুমাত্র খাদ্যসামগ্রী বিতরণের মধ্যে নিজেদের কাজ সীমাবদ্ধ রাখলেন না পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলার নেতা-কর্মীরা। জেলার বন্যাদুর্গত এলাকার ছাত্র-ছাত্রীদের মানসিক শক্তি যোগাতেও তাঁরা এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শিশুদের মনস্তাত্ত্বিক বিষয়টি মাথায় রেখেই তাঁদের স্বাভাবিক ছন্দে ফেরানোর এই প্রয়াস।
শুক্রবার নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত এলাকা টন্ডু এবং বামনডাঙ্গা মডেল ভিলেজে পৌঁছে যান সংগঠনের জলপাইগুড়ি জেলা এবং নাগরাকাটা ও মেটেলি ব্লকের নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য নেতা পলাশ সাধুখাঁ সহ অন্যান্য নেতৃত্ব। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই দুটি এলাকাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
সংগঠনের জলপাইগুড়ি জেলার নেতা স্বপন বসাক জানান, "ভয়ংকর এই প্রাকৃতিক বিপর্যয় এবং ধ্বংসলীলার বিরূপ প্রভাব শিশুমনে পড়া স্বাভাবিক। তাই কোমলমতি শিশুদের এই মনস্তাত্ত্বিক বিষয়টির কথা ভেবে তাঁদের স্বাভাবিক ছন্দে ফেরাতেই বেশ কিছু শিখন সামগ্রী— খাতা, কলম, রং পেন্সিল এবং দুধের প্যাকেট ও ক্যাটবেরি চকলেট তাঁদের হাতে তুলে দেওয়া হয়।" এছাড়াও, প্রাকৃতিক বিপর্যয়ের হৃদয়বিদারক দৃশ্যপট থেকে শিশুদের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে বিভিন্ন গল্পগুজব ও উৎসাহমূলক আলোচনা করেন।
ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানের পাশাপাশি এই দুই এলাকার দুই শতাধিক পরিবারের হাতে শুকনো খাবার, পানীয় জল, মোমবাতি, দেশলাই-সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও এদিন তুলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক লক্ষী সাউ, শিক্ষক নেতা তথা কাউন্সিলর গোবিন্দ পাল, অশোক বিশ্বকর্মা, সচীন দার্নাল, ধীরাজ সিং, অনিরুদ্ধ রায়, সিদ্ধার্থ দত্ত, মানস চক্রবর্তী, রাজেশ খেশ, দীপাঞ্জন দত্ত প্রমুখ। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊