নোবেল শান্তি পুরস্কার পেলেন মারিয়া কোরিনা মাচাদো
নোবেল শান্তি পুরস্কার পেলেন মারিয়া কোরিনা মাচাদো। চলতি বছর নোবেল শান্তিতে ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে ৯৪টি সংগঠনের সম্মাননার জন্য মনোনয়ন জমা পড়েছিল। সেই তালিকায় ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। শেষমেষ নোবেল শান্তির জন্য মনোনীত হলো মারিয়া কোরিনা মাচাদো।
একনায়কতন্ত্র থেকে ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে তাঁর। দেশবাসীর গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন করেছেন। তাঁদের সেই অধিকারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মারিয়া। কমিটির চেয়ারম্যান জর্জেন ওয়াটনে ফ্রাইডনেস জানান, ভেনেজ়ুয়েলার বিরোধী দল এক কালে দ্বিধাবিভক্ত ছিল। তাদের একত্রিত করার কৃতিত্ব রয়েছে এই মারিয়ার। বিরোধীদলগুলিকে একত্রিত করে অবাধ নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দাবি তুলে ধরেছেন তিনি।
২০১৩ সালে ভেনেজ়ুয়েলায় উদার রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়, যার নাম ‘ভেন্টে ভেনেজ়ুয়েলা’। সেই দলের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন মারিয়া। ইনি 'লৌহ মানব' নামেও পরিচিত। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊