Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব চরমে কোচবিহারে! ব্লক সভাপতিকে শোকজ জেলা সভাপতির, ভাবমূর্তি নষ্টের অভিযোগ

তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব চরমে কোচবিহারে! ব্লক সভাপতিকে শোকজ জেলা সভাপতির, ভাবমূর্তি নষ্টের অভিযোগ 

Coochbehar tmc


কোচবিহার দুই নম্বর ব্লকে ফের তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব চরমে। রবিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ব্লক সভাপতি সজল সরকারকে শোকজ করার ঘোষণা করলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন।

অভিযোগ, পুনরায় ব্লক সভাপতি হিসেবে নাম ঘোষণার পর থেকেই সজল সরকার দলের ভাবমূর্তি নষ্ট করছেন এবং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজস্ব মত অনুযায়ী নতুন করে অঞ্চল কমিটি ঘোষণা করেছেন। এই কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে জেলা নেতৃত্ব। 


জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, “দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনও ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। সাত দিনের মধ্যে সদুত্তর না পেলে দলের তরফে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বহিষ্কার করাও হতে পারে।”


তবে এ বিষয়ে পাল্টা মুখ খুলেছেন ব্লক সভাপতি সজল সরকার। তাঁর দাবি, “জেলা সভাপতি নিজেই আমাকে না জানিয়ে নিজের ইচ্ছেমতো সব কাজ করছেন। বিজয়া সম্মিলনী থেকে শুরু করে ব্লকের কোনও অনুষ্ঠানেই আমাকে জানানো হয়নি। তাই তিনিই দলের নিয়ম ভাঙছেন।” তিনি আরও বলেন, “উনি পাগল হয়ে গেছেন। জেলা সভাপতির শোকজের কোনও উত্তর আমি দেব না, আমি রাজ্য নেতৃত্বকেই জানাবো। রাজ্য যা সিদ্ধান্ত নেবে, আমি তা মাথা পেতে নেব।”


তৃণমূলের অন্দরে এই প্রকাশ্য দ্বন্দ্বে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার দুই নম্বর ব্লকে। দলের জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্বের এই সংঘাত যে আগামী দিনে সংগঠনের ভেতরে আরও অস্থিরতা তৈরি করবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code