ব্যর্থ রোহিত-কোহলি, ৭ উইকেটে প্রথম ODI হারলো ভারত
পার্থের মেঘলা আকাশে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দীর্ঘ সাত মাস আন্তর্জাতিক ওডিআইয়ে ফেরা রোহিত ও কোহলি দুই তারকার প্রতি নজর ছিল গোটা ক্রিকেট প্রেমী মহলের। কিন্তু এদিন দুই তারকাই চরমভাবে ব্যর্থ হয়। শুধু রোহিত ও কোহলি নন প্রথম ম্যাচেই ভারতীয় ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে অজি বোলারদের সামনে। বৃষ্টির কারণে ওভার কমে গিয়ে ২৬ ওভার খেলতে হয় ভারতকে। ২৬ ওভারে ১৩৬ রান তোলে ভারত। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মে লক্ষ্য কমে দাঁড়ায় ১৩১। ব্যর্থ হয় ভারতীয় বোলাররাও। ২১.১ ওভারেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।
এদিন রোহিতকে দেখেই বোঝা যাচ্ছিল টাইমিং এর অভাব ও আত্মবিশ্বাসে কমতি। শেষমেষ ৮ রানের মাথায় জশ হেজ়লউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। কোহলি খাতাও খুলতে পারেননি। ৮ বল খেলে খালি হাতেই ফেরেন। লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন গিল একি অবস্থা হয় শ্রেয়সেরও। শুভমন ১০ ও শ্রেয়স ১১ রান করেন। মাঝে চলতে থাকে বৃষ্টির জন্য বিরতি। অক্ষর ৩১ ও রাহুল ৩৮ রান করেন। শেষ দিকে নীতীশ রেড্ডি ১৯ রান করে ভারতকে ১৩৬ রানে নিয়ে যান। কিন্তু ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের রান হয় ১৩০। অস্ট্রেলিয়ার হেজ়লউড, মিচেল ওয়েন ও ম্যাথু কুহনেমান ২ করে উইকেট নেন। স্টার্ক ও নেথান এলিস নেন ১ করে উইকেট।
ভারতীয় বোলারেরাও হতাশ করলেন। অর্শদীপ, সিরাজ, হর্ষিতদের বিরুদ্ধে বড় শট খেলতে সমস্যা হল না অসি ব্যাটারদের। হেড ও শর্ট ব্যর্থ হলেও মার্শ ও ফিলিপ জয়ের লক্ষ্যে লড়াই করতে থাকে। ৩৭ রান করে আউট হন শর্ট। ম্যাট করে ২১। মার্শ ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিন উইকেট হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊