Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুর্শিদাবাদে স্টেট থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রওনা দিল কোচবিহারের দল

মুর্শিদাবাদে স্টেট থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রওনা দিল কোচবিহারের দল

coochbehar team



মুর্শিদাবাদে স্টেট থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রওনা দিল কোচবিহারের দল। এদিন দিনহাটা রেল স্টেশন থেকে তাঁরা রওনা দেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদের সাগরদিঘীতে অনুষ্ঠিত হতে চলেছে এম এল এ কাপ স্টেট থ্রোবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিতে কোচবিহার ডিসট্রিক্ট থ্রোবল অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা আজ রওনা দিলেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে দল প্রস্তুত। 


এই প্রতিযোগিতায় অংশ নিতে কোচবিহার ডিসট্রিক্ট থ্রোবল অ্যাসোসিয়েশনের ১২ জন খেলোয়াড়রা রওনা দিলেন। সাব্বির হোসেন, মতিন সরকার, রৌশন আলম, রহমত আলী, সাদ্দাম হোসেন, আব্দুল রহমান, জয়ন্ত বর্মন, আল আমিন রহমান, তন্ময় বর্মন, মনসুর হাবিবুল্লাহ, রাজু ঘোষ, ও মাসুম রাজা। দলের নেতৃত্বে রয়েছেন সাব্বির হোসেন।

কোচবিহার জেলা থ্রোবল অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা উত্তরের দ্রোণাচার্য অজিত চন্দ্র বর্মন জানান, আগামী ৩১শে অক্টোবর ও ১লা নভেম্বর মুর্শিদাবাদের সাগর দীঘিতে এম এল এস গোল্ড কাপ থ্রোবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানেই কোচবিহার জেলার দল হিসেবে পুরুষ দল অংশগ্রহণ করবে। এই দলে থাকা সকলেই ওকড়াবাড়ী নব প্রগতি সংঘের খেলোয়াড়। 


প্রসঙ্গত, উত্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মন ক্রীড়া জগতে যে ছাপ রেখেছেন তা অতুলনীয়। নব প্রগতি সংঘের উদ্যোগে সারা বছর ফলিমারি রেল স্টেশনের মাঠে খো-খো, কবাডি থেকে একাধিক খেলার প্রশিক্ষণ দেন তিনি। তাঁর উদ্যোগেই খো-খো, থ্রো বলের মতো প্রতিযোগিতায় কোচবিহার জেলা ছাপ রেখে আসছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code