Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওবিসি সার্টিফিকেট পুনর্নবীকরণের নামে হয়রানির জেরে পথ অবরোধ দিনহাটায়, পুলিশের হস্তক্ষেপে সমাধান

ওবিসি সার্টিফিকেট পুনর্নবীকরণের নামে হয়রানির জেরে পথ অবরোধ দিনহাটায়, পুলিশের হস্তক্ষেপে সমাধান

obc certificate revalidation


দিনহাটা, বৃহস্পতিবার: ওবিসি (OBC) সার্টিফিকেট পুনর্নবীকরণ (Renewal) প্রক্রিয়ায় মাত্রাতিরিক্ত দেরি এবং দীর্ঘসূত্রিতার তিক্ত অভিজ্ঞতায় দিনহাটা মহকুমার একদল আবেদনকারী বৃহস্পতিবার পথ অবরোধের (Road Blockade) মতো চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন করেও সার্টিফিকেট হাতে না পাওয়ায় তাঁরা ক্ষোভে ফেটে পড়েন এবং এদিন দুপুরে মহকুমা শাসক দপ্তরের (SDO Office) সামনে পথ অবরোধ শুরু করেন।

আবেদনকারীরা জানান, ওবিসি সার্টিফিকেট পুনর্নবীকরণের জন্য তাঁরা যথাযথভাবে মহকুমা শাসক দপ্তরে আবেদন জমা দিয়েছেন। কিন্তু দিনের পর দিন ঘোরানো হচ্ছে এবং বিভিন্ন সময়ে নানা অজুহাত দেখিয়ে তাঁদের আবেদন ফেলে রাখা হচ্ছে। বারবার দপ্তরে এসেও সার্টিফিকেট না পাওয়ায় তাঁদের প্রয়োজনীয় কাজ আটকে যাচ্ছে। এই লাগাতার হয়রানি ও ভোগান্তির প্রতিবাদেই তাঁরা বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মহকুমা শাসক দপ্তরের সামনে পথ অবরোধের কর্মসূচিতে শামিল হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ বাহিনী। প্রায় কুড়ি মিনিট ধরে চলে এই পথ অবরোধ। সাধারণ মানুষের দুর্ভোগ এবং পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ প্রশাসন দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়।

পুলিশের পক্ষ থেকে আবেদনকারীদের সার্টিফিকেট সংক্রান্ত বিষয়টি দ্রুত নিষ্পত্তি (Expeditious Disposal) করার আশ্বাস দেওয়া হয়। পুলিশের এই আশ্বাসের পরই আবেদনকারীরা পথ অবরোধ তুলে নেন।

পরবর্তীকালে, পুলিশ সেই ক্ষুব্ধ আবেদনকারীদের মহকুমা শাসক দপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীর সঙ্গে কথা বলারও ব্যবস্থা করে দেয়, যার ফলে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত হয়। আবেদনকারীদের দাবি অনুযায়ী, কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যা সমাধানের পদক্ষেপ করবেন বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code