Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC CGL 2025: এক শিফটেই দেশজুড়ে CGL, বড় ঘোষনা SSC-র

SSC CGL 2025: এক শিফটেই দেশজুড়ে CGL, বড় ঘোষনা SSC-র

ssc cgl


SSC-CGL 2025 পরীক্ষা এবার একটিমাত্র শিফটেই অনুষ্ঠিত হবে। এতদিন পর্যন্ত বিভিন্ন শিফটে পরীক্ষা নেওয়া হতো, যার ফলে প্রশ্নপত্রের কঠিনতা অনুযায়ী নম্বর স্বাভাবিকীকরণ নিয়ে নানা অভিযোগ উঠত। এবার থেকে সেই সমস্যার অবসান ঘটাতে একক শিফটে পরীক্ষার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)।

পরীক্ষার্থীদের সুবিধার জন্য আরও একটি বড় পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হবে পরীক্ষার্থীর নিবন্ধিত ঠিকানা থেকে সর্বাধিক ১০০ কিলোমিটারের মধ্যে। এতে যাতায়াতের ঝক্কি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে চারটি আলাদা এজেন্সির মধ্যে। প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে সরাসরি SSC–র তত্ত্বাবধান থাকবে, যাতে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম না ঘটে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষার নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

Aadhaar ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থাও উন্নত করা হয়েছে। পূর্বে OTP–ভিত্তিক প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতো পরীক্ষার্থীদের। এবার সেই জটিলতা কাটাতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, গতবার প্রায় ৫৯ হাজার পরীক্ষার্থীকে প্রযুক্তিগত সমস্যার কারণে পুনরায় পরীক্ষা দিতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার পরীক্ষায় নানা সংস্কার আনার সিদ্ধান্ত নিয়েছে SSC।

সব মিলিয়ে বলা যায়, এবারের SSC-CGL পরীক্ষা আরও স্বচ্ছ, নিরাপদ ও ন্যায্য হতে চলেছে। পরীক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ এবং ভোগান্তি কাটাতে একক শিফট, পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তীতা এবং প্রযুক্তিগত সংস্কারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। 



নবভারত টাইমস (NBT)–কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে SSC চেয়ারম্যান এস. গোপালকৃষ্ণন জানান, পূর্ববর্তী পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ছিল কম্পিউটার সিস্টেমে ত্রুটি, যন্ত্রপাতি ঠিকমতো কাজ না করা, আধার যাচাইয়ে বিলম্ব, এবং দূরবর্তী পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হওয়া।


(খবরটি TOI থেকে সংগৃহীত।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code