WBJEEB JENPAS-UG 2025: ৮ সেপ্টেম্বর থেকে শুরু নিবন্ধন
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) ঘোষণা করেছে যে, আসন্ন শিক্ষাবর্ষে JENPAS-UG 2025 ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর এবং চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের নার্সিং, প্যারামেডিক্যাল ও অ্যালায়েড সায়েন্সেস কোর্সে ভর্তি হওয়া যাবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি
- নিবন্ধন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৫
- নিবন্ধনের শেষ দিন: ১৬ সেপ্টেম্বর ২০২৫
- আবেদনে সংশোধনের সুযোগ: ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৫
- অ্যাডমিট কার্ড ডাউনলোড: ১০ থেকে ১৮ অক্টোবর ২০২৫
- পরীক্ষার তারিখ: ১৮ অক্টোবর ২০২৫
- Paper I: সকাল ১১টা – দুপুর ১২:৩০
- Paper II: দুপুর ২টা – বিকেল ৩:৩০
যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক (১০+২) উত্তীর্ণ হতে হবে বা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- যে কোনো কোর্সে ভর্তি হতে গেলে আবেদনকারীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ১৭ বছর হতে হবে।
আবেদন ফি
- কেবলমাত্র Paper I বা Paper II-এর জন্য: ₹৫০০ (সংরক্ষিত শ্রেণির জন্য ₹৪০০) + ব্যাংক চার্জ
- উভয় Paper (I + II)-এর জন্য: ₹৮০০ (সংরক্ষিত শ্রেণির জন্য ₹৬৫০) + ব্যাংক চার্জ
- ফি অনলাইনে Net Banking, Debit/Credit Card, UPI ইত্যাদির মাধ্যমে প্রদান করা যাবে।
পরীক্ষার কাঠামো
- পরীক্ষা হবে OMR ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নপত্রে।
- Paper I: মূলত B.Sc. Nursing ও অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সের জন্য। বিষয়গুলো—পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি ও লজিক্যাল রিজনিং।
- Paper II: প্রধানত BHA (Hospital Administration) কোর্সের জন্য। বিষয়গুলো—ভৌতবিজ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি ও লজিক্যাল রিজনিং।
- প্রতিটি পেপারের সময়সীমা হবে ৯০ মিনিট।
এ বছরের JENPAS-UG পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে। সময়মতো আবেদন না করলে পরীক্ষায় বসা যাবে না। অক্টোবরের মধ্যেই পরীক্ষার আয়োজন করা হবে, যা রাজ্যের হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊