Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যস্তরের জুডো মিটে প্রথম বীরভূমের ছাত্রী রিমি

রাজ্যস্তরের জুডো মিটে প্রথম বীরভূমের ছাত্রী রিমি

Judo meet


রাজ্যস্তরের জুডো মিটে (আন্ডার ১৭ গার্লস ওভার ৭০ কেজির গ্রুপ) প্রথম হয়েছে বীরভূম জেলার কাপাসটিকুরী শ্রী শ্রী কঙ্কালীমাতা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিমি দাস । জাতীয়স্তরের প্রতিযোগিতায় রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে রিমি দাস । 


মাত্র দুই আড়াই বছর আগেও স্কুলের পড়ার বাইরে করার মতো আর কিছুই ছিল না চকদোনাইপুরের মতন একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী রিমি দাসের জীবনে । দিন কাটছিল গ্রামের আর পাঁচটা মেয়ের মতো । ওর কাছে খেলাধুলার জগৎ খুলে গিয়েছিল যখন ছায়াপথ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আর তত্ত্বাবধানে বুদ্ধিশ্বর মন্ডলের প্রশিক্ষণে গ্রামের বাকি ছেলেমেয়েদের সাথে তাইকুন্ড শিখতে শুরু করে । পড়াশোনার সাথে ছায়াপথের তত্ত্বাবধানে নাচ,গান,ছবি আঁকার মতনই খেলাধুলায় রিমির একাগ্রতার সাথে মার্শাল আর্টের বিশেষ প্রতিভা লক্ষ্য করে অভিজ্ঞ প্রশিক্ষক বুদ্ধিশ্বর । তার আর ছায়াপথের উদ্যোগে মাত্র কয়েকমাস আগে প্রশিক্ষক অভিজিৎ লিডের কাছে রিমি জুডো জুডো শিখতে শুরু করে । আর এই অল্পসময়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় নিজের বিভাগে প্রথম হয়ে রিমি শুধু যে তার স্কুল - কাপাসটিকুরী শ্রী শ্রী কঙ্কালীমাতা উচ্চবিদ্যালয় বা ওর গ্রাম চকদোনাইপুরের নাম উজ্জ্বল করেছে তাই নয়, উজ্জ্বল করেছে গোটা বীরভূম জেলার নাম । সাথে গর্বিত করেছে ছায়াপথ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আর ওর দুই প্রশিক্ষক বুদ্ধিশ্বর মন্ডল আর অভিজিৎ লিড স্যারকে । 


২৪ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় প্রথম হয়ে এবার রিমি জাতীয়স্তরের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code