Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি, সব মামলা থেকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, কবে মুক্তি?

নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি, জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার একাধিক পর্বে দীর্ঘদিন ধরে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশেষে বড় আইনি স্বস্তি পেলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাই কোর্টে বুধবার, একটি মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়েছে। যার আগেই বাকি সব মামলায় জামিন পেয়েছেন তিনি।

আদালতের নির্দেশ অনুযায়ী, জামিনে মুক্ত থাকলেও তাঁকে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে এবং প্রয়োজনে হাজিরা দিতে হবে। একইসঙ্গে আদালত স্পষ্ট করেছে, মামলার শুনানির অগ্রগতি বা প্রমাণের ভিত্তিতে চাইলে এই জামিনের শর্ত পরিবর্তিত হতে পারে।

আইনি এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, এত বড় দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে জামিন সম্ভব হলো। অন্যদিকে শাসকদলের অন্দরমহলেও বিষয়টি নিয়ে চর্চা চলছে।

তবে আইনজীবী মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে তদন্তের জন্য হেফাজতে রাখার প্রয়োজন নেই বলেই এই সিদ্ধান্ত। আগামী দিনে মামলার অগ্রগতি এবং তদন্তের ফলাফলই নির্ধারণ করবে পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ পথ।

উল্লেখ্য, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেপ্তার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

এবার সব মামলা থেকে জামিন পেলেও মুক্তি পাবেন কবে সে নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। তাঁর জেলমুক্তি হবে কি না, তা এখন স্পষ্ট নয়। গোটা বিষয়টাই নিম্ন আদালতের হাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code