Latest News

6/recent/ticker-posts

Ad Code

পঞ্চমীর রাতে ভরা বাজারে ছুরি দিয়ে এক যুবককে আঘাত অপর যুবকের!

পঞ্চমীর রাতে ভরা বাজারে ছুরি দিয়ে এক যুবককে আঘাত অপর যুবকের!

Dinhata news


শনিবার সন্ধ্যার সাতটা নাগাদ এই ঘটনা ঘটেছে দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট বাজারে। ছুরিকাঘাতে আহত ওই যুবকের নাম গৌরাঙ্গ মোদক। তার বাড়ি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিওয়ালের কুঠি এলাকায়। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর এক যুবককে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম গজেন্দ্র সেন। তার বাড়ি নাগরের বাড়ি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট বাজারে দুই যুবক একসঙ্গে বসে গল্প করছিল। হঠাৎই দুই যুবকের মধ্যে টাকা পয়সা নিয়ে বচসা বাঁধে। হঠাৎই এক যুবক আরেক যুবককে লক্ষ্য করে পেটে ছুরি চালিয়ে দেয়। ছুরির আঘাতে আহত ওই যুবকের নাম গৌরাঙ্গ মোদক। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পাশাপাশি লোকজন গজেন্দ্র সেন নামে অপর যুবককে ধরে ফেলে।

এদিকে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত ওই যুবককে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। এই ঘটনা এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গজেন্দ্র সেনকে গ্রেফতার করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code