Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা ভারত

পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা ভারত

Ind vs Pak


দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এদিন টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। ১৯.১ ওভারে গোটা পাকিস্তান টিমকে প্যাভিলিয়নে পাঠায় ভারতীয় বোলাররা। ১৪৬ রানে অলআউট হয়ে যায় টিম পাকিস্তান। ভারতের টার্গেট ১৪৭।

শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। পাকিস্তানের ওপেনিং জুটি তোলে ৮৪ রান। ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলে ফেরেন শাহিবজাদা। অপর ওপেনার ফকর জামান ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। আয়ুব ১৪ রান। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। একে একে পতন ঘটাতে থাকে উইকেটের। শেষমেষ ৫ বল বাকি থাকতেই ১০ উইকেট হারায় পাকিস্তান। ভারতের হয়ে ৪টি উইকেট নেয় কুলদীপ যাদব। দুটি করে উইকেট নেয় বুমারহ, বরুন, অক্ষর।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের‌। এদিন ব্যর্থ হলেন অভিষেক শর্মা। ৫ রান করেই ফেরেন তিনি। ১২ রান করে ফেরেন গিল। ব্যর্থ অধিনায়ক সূর্য। করেন ১ রান। ম্যাচের হাল ধরেন তিলক ও সঞ্জু। ২৪ রান করে আউট হন সঞ্জু। তিলককে সঙ্গে দিতে থাকেন দুবে। ২২ বলে ৩৩ রানের ইনিংস খেলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন দুবে। ৬৯ রানের দুরন্ত ইনিংস খেলেন তিলক। শেষবলে চার মেরে ফিনিশ করলেন রিঙ্কু। জয় পেল ভারত। পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা হলো ভারত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code