আনন্দের মাঝেই বিষাদ! মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দুর্গাপূজোর আনন্দে যখন সর্বত্র উৎসবের আবহ, ঠিক সেই সময় শোকের ছায়া নেমে এল দৌলতাবাদ থানার রুহিয়া পালপাড়ায়। মহাষষ্ঠীর ভোরে নয় মাইল এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন স্থানীয় যুবক অসীম পাল (৩০)।
ঘটনাটি ঘটেছে রবিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ রাজ্য সড়কের উপর অবস্থিত নয় মাইল পেট্রোল পাম্পের নিকটে। লালবাগ থেকে প্রতিমা দর্শন শেষে বাড়ি ফিরছিলেন অসীম পাল। হেলমেট বিহীন অবস্থায় বাইক চালানোর সময় তিনি সজোরে বড়ো গাড়ির সঙ্গে ধাক্কা খান। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়, রাস্তায় পথচারীদের এমনটাই অনুমান।
খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কিভাবে ঘটনা ঘটল তার তদন্ত করছে প্রশাসন।
পারিবারের বাবা সুদেব পাল ও মা কল্যাণী পাল জানান, অসীম পাল পেশায় রাজমিস্ত্রি দীর্ঘদিন ধরে কেরালায় কাজ করতো। পূজোর ছুটিতে তিন দিন আগে তিনি বাড়ি ফিরে আসেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। আর্থিক অনটনের কারণে এখনও বিয়ে হয়নি তাঁর। পরিবারের মূল ভরসা হয়ে থাকা এই যুবকের হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
এলাকাবাসী জানান, দুর্ঘটনার সময় যদি হেলমেট ব্যবহার করতেন তাহলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব হত। দুর্গাপূজার উল্লাসের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊