২০০ জন অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী ও দিনহাটা নাগরিক মঞ্চ
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী ও দিনহাটা নাগরিক মঞ্চের উদ্যোগে দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষজনের সাথে শারদীয়ার আনন্দ ভাগ করে নিতে তাদের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র। প্রায় ২০০ জন মানুষের হাতে শাড়ি, ধুতি, জামা, লুঙ্গি তুলে দেওয়া হয়। দিনহাটা শহরেরে বলরামপুর রোডে কালাচান মন্দিরের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনহাটার বিশিষ্ট বৈষ্ণব ব্যক্তিত্ব বাসুদেব গোস্বামীর নাম কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা নাগরিক মঞ্চের সভাপতি রামা রাও, ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, সঙ্গীত শিক্ষক নারায়ন সরকার, অপূর্ব অধিকারী, প্রফেসর ড. রাজা ঘোষ, পরিতোষ সরকার, নারায়ন বর্মন, জীবন কৃষ্ণ দেবনাথ, মোশাররফ হোসেন সহ আরো অনেকে।
দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক জানান, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী ও দিনহাটা নাগরিক মঞ্চের উদ্যোগে মহাষষ্ঠী তিথিতে দুঃস্থ ও অসহায়দের বস্ত্র বিতরণ করা হল। প্রায় ২০০ জনের হাতে বস্ত্র তুলে দেওয়া। প্রতি বছরের মতো এবছরেও এই কর্মসূচি পালনের উদ্যোগ নিতে পেরে আমরা খুশি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊