Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে?

ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে?

DA case


ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি, ফলে হতাশ রাজ্য সরকারি কর্মীরা। সোমবারেও হল না। শীর্ষ আদালতে ফের পিছল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। জানা গিয়েছে, আগামী সোমবার এই মামলা শুনবে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ।  


রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত ১৬ মে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল—চার সপ্তাহের মধ্যে অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।

যদিও রাজ্যের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে যুক্তি দেন, ডিএকে সরকারি কর্মীদের মৌলিক অধিকার হিসেবে দেখা যায় না। তবে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, “তা না হলেও দিনের পর দিন কর্মীদের প্রাপ্য অর্থ আটকে রাখা যায় না। ন্যূনতমটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতেই হবে।”

কিন্তু আদালতের নির্দেশে দেওয়া সেই সময়সীমা অনেক আগেই পার হয়ে গেলেও এখনো হাতে ভাতা পাননি রাজ্যের সরকারি কর্মীরা। ফলে তাঁদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। কর্মী সংগঠনগুলির অভিযোগ, রাজ্য ইচ্ছে করেই দেরি করছে এবং আদালতের নির্দেশ অমান্য করছে।

এখন নজর শীর্ষ আদালতের পরবর্তী পদক্ষেপে। কর্মীরা আশা করছেন, এবার কড়া নির্দেশ দেবে আদালত, যাতে দীর্ঘ প্রতীক্ষার পর তাঁদের প্রাপ্য অর্থ হাতে আসে।


উল্লেখ্য, রাজ্য সরকার আগেই শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদনে জানায় সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় দরকার। কারণ, বকেয়া মহার্ঘভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। সেই মামলার জল গড়িয়েছে অনেকদূর। সোমবারও কথা ছিল শুনানির। কিন্তু শেষ মুহূর্তে ফের তা পিছিয়ে গেল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code