Latest News

6/recent/ticker-posts

Ad Code

'যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচাতে সর্বদলীয় প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য': শুভেন্দু অধিকারী

'যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচাতে সর্বদলীয় প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য': শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari


স্কুল সার্ভিস কমিশনের (SSC) দুর্নীতি মামলা ঘিরে চলা টানাপোড়েনে এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি দাবি তুললেন “যারা যোগ্য, যাদের অন্যায়ভাবে চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাঁদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে।"

সম্প্রতি আদালতের নির্দেশে এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে পরিষ্কার হয়েছে, প্রকৃত যোগ্য প্রার্থীদের চাকরি ফেরানোর সুযোগ রয়েছে। এই প্রেক্ষিতেই শুভেন্দুর বক্তব্য, যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াতে হলে সরকারকেই এগিয়ে আসতে হবে।

চাকরি হারানো শিক্ষক–শিক্ষিকাদের আন্দোলন নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। পুলিশের বাধা সত্ত্বেও বিধানসভার সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা প্রার্থীরা। পরে আদালতের নির্দেশে তাঁদের প্রতিনিধিদের আচার্য সদনে দেখা করার অনুমতি মেলে।

শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, “যখন অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে, তখন যোগ্যদের কেন কাজে ফেরানো হবে না? চাল থেকে কাঁকর আলাদা হয়ে গিয়েছে এখন আর দেরি নয়।”

সবমিলিয়ে, এই মামলায় পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী। সুপ্রিম কোর্টেই চূড়ান্ত সমাধান খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন অনেকে।

বিধানসভা ভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্যসচিবকে চিঠি পাঠাচ্ছি, যোগ্যদের তালিকা বহাল রাখা হোক'। বিরোধী দলনেতা বলেন, ভেজাল যখন বাদ দেওয়াই গিয়েছে, তখন বাকিদের নিয়ে এগোনো যাবে না কেন! তিনি মুখ্যসচিবকে চিঠি দেবেন বলে জানান। শুভেন্দুর প্রস্তাব, 'সর্বদলীয় প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার'। তিনি বলেন, যোগ্যদের চাকরি বহাল রাখতে সরকার বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক। আশ্বাস দেন, যোগ্যদের চাকরি বাঁচাতে বিনা বিতর্কে সরকারের প্রস্তাবকে সমর্থন করবেন।

এদিকে বিধানসভার সামনে চাকরিহারা শিক্ষকদের একাংশের সঙ্গে সাক্ষাতের পরই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। সেখানে প্ল্যাকারড হাতে, তোলা হয় 'চাকরি চোর' স্লোগান। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলে বিজেপি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code