Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোমবার থেকে অনলাইনে চালু ‘শ্রমশ্রী’ পোর্টাল, পরিযায়ী শ্রমিকদের স্বস্তি

সোমবার থেকে অনলাইনে চালু ‘শ্রমশ্রী’ পোর্টাল, পরিযায়ী শ্রমিকদের স্বস্তি

WB


রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আশা আরও দৃঢ় হলো আজ (সোমবার) থেকে চালু হলো ‘শ্রমশ্রী পোর্টাল’, যা শুধুমাত্র একটি ওয়েবসাইট নয়, বরং রয়েছে শ্রমশ্রী প্রকল্পের মূল কনসোলে প্রবেশ করার জন্য একটি ডিজিটাল দরজা। এই ঘোষণা করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে।

যাঁরা গত ২১ আগস্ট থেকে অফলাইনে আবেদন জমা দিয়েছিলেন, তাঁদের আবেদন ২০ হাজারের বেশি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। মন্ত্রী নিশ্চিত করেছেন, যাঁরা অফলাইনে আবেদনের তালিকায় আছেন, তাঁরা অনলাইনেও সমান বিষয় তুলে ধরতে পারবেন—এ কোনও অসুবিধা হবে না। পোর্টালের মাধ্যমে আবেদন জমা ও অগ্রগতির ট্র্যাকিং করা যাবে।

‘শ্রমশ্রী’ প্রকল্প মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে কর্মস্থলে হয়রানির শিকার হয়ে বাড়ি ফিরতে বাধ্য হন এমন বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে রাজ্য সরকার চালু করেছে। এই চাহিদায়, পোর্টাল সরাসরি আবেদন প্রক্রিয়াটি সহজ ও দৃশ্যমান করেছে।

এবার পরিযায়ী শ্রমিকদের জন্য আবেদন, পর্যবেক্ষণ ও সহায়তা পেতে দফায় দফায় ঘুরে বেড়ানোর বদলে, একটি ক্লিকেই সব কিছু হলেও সম্ভবে। আর এই ডিজিটাল সেবাপথ তাঁরাই, যাঁরা ঝুঁকি নিয়ে ফিরে আসেছেন তাঁদের জন্য এটি এক সুবাসিত সম্ভার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code