Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মামলা গেল হাই কোর্টের ডিভিশন বেঞ্চে

উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মামলা গেল হাই কোর্টের ডিভিশন বেঞ্চে

Highcourt


উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগে সুপার নিউমেরারি (অতিরিক্ত) পদ সৃষ্টি সংক্রান্ত কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। ফলে রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই ইস্যুতে নতুন করে আইনি জটিলতা তৈরি হল।

উল্লেখ্য, ২০২২ সালের মে ও অক্টোবর মাসে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে উচ্চ প্রাথমিক স্তরে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের জন্য প্রায় ১৬০০টি সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়।

সম্প্রতি কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ ওই বিজ্ঞপ্তি বাতিল করে দেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, নিয়োগ বিধির বাইরে গিয়ে এভাবে অতিরিক্ত পদ সৃষ্টি করা আইনসঙ্গত নয়। একক বেঞ্চ আরও জানায়, বিশেষ পরিস্থিতি ছাড়া সুপার নিউমেরারি পদ তৈরির কোনও যুক্তিসংগত কারণ এই ক্ষেত্রে দেখানো যায়নি।




এই রায়ে অসন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট পক্ষের তরফে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়া হয়েছে। মামলাকারীদের দাবি, অপেক্ষমাণ তালিকাভুক্ত প্রার্থীদের ন্যায্য অধিকার ও প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা নিয়ে নতুন করে বিচার হওয়া প্রয়োজন।

সূত্রের খবর, ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। ফলে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code