Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুজোর চার দিন এক টাকায় পেট ভরে ভাত নতুন ভোরের উদ্যোগ

পুজোর চার দিন এক টাকায় পেট ভরে ভাত নতুন ভোরের উদ্যোগ

Durga Puja special


দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সকলের ভালোবাসায় এবার চতুর্থ বর্ষে আবার এক টাকার বিনিময়ে পেট ভরা ভাত খাওয়ার ব্যবস্থা করা হয়েছে পুজোর চার দিন। প্রতিদিন এই এক টাকার বিনিময়ে পেট ভরে ভাত ১০০০ জনকে দেয়া হচ্ছে। সোমবার মহাসপ্তমী তিথি থেকে শুরু হলো এক হাজার জনের এই ১ টাকার পেট ভরা ভাত খাওয়ার ব্যবস্থা। দেখতে দেখতে চার বছরে পদার্পণ। 



মূলত পুজোর সময় উৎসবমুখর দিনগুলোতে আমরা যখন পূজো মন্ডপে ঠাকুর দেখতে ব্যাস্ত, রাস্তার পাশে ফুচকা, আইসক্রিম, ঘুগনি খেয়ে, বড় বড় রেস্তোরায় ভুরিভোজ শারি, তখন প্রচুর মানুষ পূজার আনন্দ ভুলে দুবেলা দুমুঠো পেট ভরা ভাতের যোগানে ব্যস্ত। পুজোর আগে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আর্থিকভাবে দুর্বল মানুষদের, ছোট ছোট বাচ্চাদের, নতুন জামা কাপড় দিয়ে থাকেন। পুজোর কদিন তারা কি খাবে সেটা কেউই ভাবেন না। তাই পুজোর কদিন আমরা যেমন বাড়িতে, বাইরে ও রেস্তোরায় ভালো-মন্দ খাই তেমনই বারুইপুরের "নতুন ভোর” এইসব মানুষদের কথা ভেবে তাদের মুখে অন্তত পুজোর চারটে দিনের জন্য হাসি ফোটাতে পেট ভরে ভাতের ব্যবস্থা করেছেন। কোনদিনও আছে মাছ ভাত, কোনদিনও ডিম ভাত, কোনদিনও থাকছে পোলাও আলুর দম, আর শেষ দিনে মাংস ভাত। 



বারুইপুর নতুন ভোরের সংস্থার কর্মকর্তা সজল মিত্র বলেন, আমরা কোন দান করছি না, আমরা এক টাকার বিনিময়ে খাবার দিচ্ছি। দান আর টাকার বিনিময়ে খাবার নেওয়ার মধ্যে পার্থক্য আকাশ পাতাল। জড়িয়ে আছে মানুষের আত্মমর্যাদা বোধ ও সম্মান। তাই মানুষের আত্মমর্যাদা ও সম্মান অখুন্ন রেখে মাত্র এক টাকার বিনিময়ে এই পুজোর চার দিন খাবার ব্যবস্থা করেছেন। গত বছরের তুলনায় এ বছর সেই সংখ্যা বেড়ে হাজারে দাঁড়িয়েছে। আগামী বছর আরও বেশি সংখ্যক মানুষের মুখে খাবার তুলে দিয়ে, হাসি ফোটানোর চেষ্টায় থাকবেন তারা বলে জানান। উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার উপ চেয়ারম্যান গৌতম কুমার দাস ও বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌর মাতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code