Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে BSNL-র 4G পরিষেবা সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অবশেষে BSNL-র 4G পরিষেবা সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

Narendra Modi


দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) পুরো দেশে ৪জি সেবা চালু করল। শনিবার ওড়িশা থেকে এই নতুন পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এ বন্দোবস্তে ভারত মোবাইল টেলিকম খাতে একটি বড় ধাক্কা খাবে বলে আশা করা হচ্ছে।

দেশজুড়ে এখন প্রায় ৯৮ হাজার ৪জি টাওয়ার স্থাপন করা হয়েছে, সবগুলোই দেশীয় প্রযুক্তিতে তৈরি। BSNL কর্তৃপক্ষ দাবি করছে, এই নতুন প্রযুক্তি চালু হওয়ায় গ্রাহকরা বেসরকারি সংস্থার তুলনায় ৩০–৪০ শতাংশ কম খরচে ইন্টারনেট পাবেন।

সরকারের ব্যাখ্যা অনুযায়ী, এ অভিযানে কেন্দ্র সরকার প্রায় ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রযুক্তিগত দিক থেকে এটিকে একটি বিরাট পরিবর্তন বলা যেতে পারে। আগের দিনগুলিতে কর্মী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে, BSNL-কে ৪জি প্রযুক্তি দেওয়া হোক অবশেষে সেই দাবি মেনে নেওয়া হয়েছে।


বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ BSNL-কে পুনরুজ্জীবিত করার পাশাপাশি ভারতীয় টেলিকম খাতকে একটি নতুন দিক দেবে। সংশ্লিষ্টরা আরও জানাচ্ছেন, ভবিষ্যতে ৫জি ও ৬জি পরিষেবার দিকে এগোনো হবে তবে আপাতত সব কাজ ৪জি সেবার সফল বাস্তবায়নে জমে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code