Latest News

6/recent/ticker-posts

Ad Code

এখনো মেলেনি উত্তর, জলপাইগুড়ি, কোচবিহারের আকাশে রহস্যময় আলো কি তবে ভিনগ্রহের যান !

এখনো মেলেনি উত্তর, জলপাইগুড়ি, কোচবিহারের আকাশে রহস্যময় আলো কি তবে ভিনগ্রহের যান !

এখনো মেলেনি উত্তর, জলপাইগুড়ি, কোচবিহারের আকাশে রহস্যময় আলো কি তবে ভিনগ্রহের যান !


জলপাইগুড়ি, কোচবিহারের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা গেল এক রহস্যময় আলোর রেখা। সন্ধ্যা সাতটা নাগাদ ধূপগুড়ি, ময়নাগুড়ি, সদর ও রাজগঞ্জ ব্লকের বহু মানুষ দাবি করেছেন, তাঁরা আকাশ চিরে এগিয়ে চলা উজ্জ্বল আলোর মালা প্রত্যক্ষ করেছেন।

কোচবিহার মেখলিগঞ্জ, চ্যাংরাবান্ধার কেউ কেউ জানিয়েছেন, অন্ধকার আকাশ ভেদ করে মিলিয়ে যাচ্ছে সেই আলোর রেখা। আবার অনেকের দাবি, তাঁরা প্রবল ঝাঁকুনি অনুভব করেছেন, কেউ শুনেছেন শোঁ শোঁ শব্দ, আর কেউ দেখেছেন আলোকবৃত্তটি মাটিতে আছড়ে পড়ছে।

ঘটনার পরপরই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। অনেকেই একে ইউএফও বা ভিনগ্রহীদের যান বলে দাবি করেছেন। অন্যদিকে কেউ কেউ বলেছেন, এটি আসলে উল্কাপাত। আবার কিছু মানুষ মনে করছেন, চিনা রকেটের অংশ হতে পারে এই আলোর রেখা। তবে সেই দাবি নস্যাৎ করেছেন বহু নেটিজেন।

প্রসঙ্গত এই রহস্যময় আলোর দৃশ্য প্রত্যক্ষ করেছেন ত্রিপুরা, বাংলাদেশের অগণিত মানুষ। আর স্যোসাল মিডিয়ায় সেই ছবি ভিডিও শেয়ার করেছেন তারা। 

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, সমস্ত থানায় খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোথাও কিছু পড়েনি, ক্ষয়ক্ষতিরও খবর নেই। পুলিশ আশ্বস্ত করেছে, আতঙ্কের কোনও কারণ নেই।

তবে রহস্যময় আলোর এই ঘটনা ঘিরে জল্পনা তুঙ্গে। আকাশে দেখা সেই উজ্জ্বল রেখা আদতে কী ছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code