Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রীপৎ সিং কলেজের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

শ্রীপৎ সিং কলেজের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

Sripath Singh College


আজ মুর্শিদাবাদের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শ্রীপৎ সিং কলেজের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। উক্ত অনুষ্ঠানের সূচনা হয় মাঙ্গলিক প্রভাতী পদযাত্রার মাধ্যমে যেখানে মাননীয় অধ্যক্ষ মহাশয় ড. কমল কৃষ্ণ সরকার সহ কলেজের এনসিসি এবং এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রী সহ অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ ও শিক্ষকর্মীবৃন্দ সকলে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান। এরপর প্রশাসনিক ভবনের পাদদেশে মাননীয় অধ্যক্ষ মহাশয় সহ সকল প্রাক্তন এবং বর্তমান অধ্যাপক অধ্যাপিকা ও দুগর ফ্যামিলির সদস্য বৃন্দ পতাকা উত্তোলন করেন।
Sripath Singh College


উক্ত মহতি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় কলেজের রবীন্দ্র সভাকক্ষে। এই অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ও কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ শ্রীপৎ সিং জির চিত্রপটে মাল্য দানের মাধ্যমে। উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সমূহের নিয়ামক মহাশয় ড. বিমলেন্দু বিশ্বাস, শ্রী সঞ্জয় দুগর, শ্রীমতি আন্না ভট্টাচার্য, শ্রী রমাপ্রসাদ ভাস্কর, ড. অনিলেশ দে, ড. সুপম মুখার্জি, ড. দীপঙ্কর ঘোষ, ড. সুহাষ রায়, ড. সুকুমার মাল, শ্রী সুমিত বন্দ্যোপাধ্যায়, শ্রী প্রীতিকুমার রায়চৌধুরী, শ্রীমতি মুক্তি দত্ত, শ্রী সমীর ঘোষ সহ কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ শিক্ষা কর্মীবৃন্দ ছাত্র-ছাত্রী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

Sripath Singh College

ছাত্র-ছাত্রীদের দ্বারা উদ্বোধনী সংগীতের মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি সুন্দরভাবে আরম্ভ হয়, সূচক বক্তব্য রাখেন মাননীয় অধ্যক্ষ মহাশয় ড. কমল কৃষ্ণ সরকার এরপর সভায় উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের সুচিন্তিত মতামত রাখেন এবং মুখ্য অতিথি হিসেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সমূহের নিয়ামক মহাশয় ড. বিমলেন্দু বিশ্বাস তাঁর শ্রীপৎ সিং কলেজ সম্পর্কে বৌদ্ধিক তথা ইতিবাচক চিন্তাভাবনা বক্তব্যের দ্বারা পরিবেশন করেন। কলেজের ছাত্রছাত্রী নিবাসের উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। এছাড়াও নগর কলেজের সাথে দুটো মৌ স্বাক্ষরিত হয়। সব মিলিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code