Latest News

6/recent/ticker-posts

Ad Code

আর জি কর কাণ্ডের এক বছর, ন্যায়বিচারের দাবিতে পথে নির্যাতিতার পরিবার, পুলিশের কড়া নির্দেশ

আর জি কর কাণ্ডের এক বছর, ন্যায়বিচারের দাবিতে পথে নির্যাতিতার পরিবার, পুলিশের কড়া নির্দেশ

One year after RG Kar case, victim's family on the road demanding justice, police issue strict orders



আর জি কর কাণ্ডের এক বছর পূর্তিতে ফের উত্তাল হতে চলেছে রাজ্য রাজনীতি। শনিবার ‘অরাজনৈতিক’ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের আহ্বানে তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। তবে তাঁদের অনুরোধ, এই মিছিলে কোনও দলীয় পতাকা ব্যবহার করা যাবে না। জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। হাওড়ার এক বাসিন্দা এবং ব্যবসায়ী সংগঠনের তরফে এই মামলা করা হয়। মামলাটি বিচারাধীন রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।


শুক্রবার ভবানীভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের শীর্ষ পুলিশকর্তারা জানান, এখনও পর্যন্ত মিছিলের জন্য কোনও লিখিত আবেদন জমা পড়েনি। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং প্রবীণ ত্রিপাঠি। জাভেদ শামিম জানান, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের কোনও আপত্তি নেই। সুপ্রতীম সরকার বলেন, নবান্নের আশেপাশে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে, ফলে সেখানে জমায়েত নিষিদ্ধ। মনোজ বর্মা স্পষ্ট করে দেন, কোনও সরকারি সম্পত্তি নষ্ট হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।


কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, মিছিলের জন্য বিকল্প স্থান হিসেবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ড নির্ধারিত হয়েছে। এছাড়া মন্দিরতলা বাসস্ট্যান্ড, বঙ্কিম সেতুর নিচে এবং হাওড়া ময়দানে জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। তিনটি জায়গা মিলিয়ে সর্বোচ্চ ১২০০ জন অংশ নিতে পারবেন। আদালতের পর্যবেক্ষণ, শান্তিপূর্ণ প্রতিবাদ ও ধরনা কর্মসূচি সাংবিধানিক অধিকার। তবে সরকারি সম্পত্তি বা পুলিশ আধিকারিকদের ক্ষতিসাধন না করে কর্মসূচি পালন করাই শ্রেয়।


এদিকে, শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে শহরজুড়ে ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েতের পরিকল্পনা রয়েছে, যেখানে নির্যাতিতার বাবা-মাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। শনিবার ‘অভয়া মঞ্চ’ এবং চিকিৎসকদের যৌথমঞ্চের ডাকে কালীঘাট এলাকায় মিছিলের পরিকল্পনা রয়েছে।


এই কর্মসূচির বিরোধিতায় ব্যবসায়ী সংগঠনের তরফে মামলা দায়ের হলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, যেহেতু পুলিশ কোনও অনুমতি দেয়নি, তাই আদালত এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code